যে ছবি দেখে মন খারাপ দেশীয় ফেসবুক ইউজারদের!

২৯ মে ২০১৯, ০৩:০৪ PM
দোকানের বাইরে থেকে নতুন পোশাক দেখছেন শিশুটি

দোকানের বাইরে থেকে নতুন পোশাক দেখছেন শিশুটি

‘পেটের ভাতই জোটে না; ওর আবার ঈদ আনন্দ, নতুন পোশাক।’ দোকানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা শিশুটির জন্য হয়তো এ বাক্যই সবচেয়ে যথোপযুক্ত। শিশুটির গায়ে পোশাক নেই। পরনে একটি মাত্র হাফ প্যান্ট। বয়স কতই বা হবে! পাঁচ-সাত। দেশের অভিজাত দোকান ‘ফ্লোরমার’-এর সামনে থেকে তোলা এমনই একটি ছবিতে নেট দুনিয়া মেতেছে।

ছবিটা দেশের ‘ফ্লোরমার’ শপের সামনে তোলার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও ঠিক কোন স্পট থেকে নেওয়া হয়েছে- তা জানা যায়নি।

ছবিটা আপলোড করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক নূর-ই-আলম পিন্টু লিখেছেন, ‘ছবিটা দেখে চোখের পাতা ভারী হয়ে যায়...আহা মানুষ কত সংযম করে। রমজান মাস ত্যাগের শিক্ষা দেয়, মাসজুড়ে ইফতার পার্টি, সেহরি পার্টি করে। মাসের শেষে ভরপুর কেনাকাটা করার শিক্ষা নিয়ে সামনের সংযমের দিকে এগিয়ে যায়...’। শিশুটির ছবিটা নিয়ে অনেকেই আবেগী সব মন্তব্য করছেন। শিশুটির পরিচয় চেয়ে পোশাক কিনে দেওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।

সংগৃহীত ছবি

 

জাহাঙ্গীর নামে একজন লিখেছেন, ‘আহা! মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ সবাইকে সামর্থ দান করুন। আমরা জাতি হিসেবে এখনো স্বনির্ভরতা অর্জন করতে পারি নি।’ দিদার চৌধুরীর বক্তব্য, ‘ঈদে আমার জন্য কখনোই কোন কিছু কেনা হয়ে উঠে না। আমি শুধু আমার পাড়ার চিন্তা করি।যেদিন সবার সামর্থ হবে, সেই দিন আমারও হবে। আশায় আশায় থাকি...।’

আব্দুল আহাদ ছেলেটার ঠিকানা চেয়েছেন। জানিয়েছেন, জামা কিনে দেওয়ার কথা। রিফাত আরা জানিয়েছেন, ‘এই হচ্ছে আমাদের সংযম। দেখে খুব খারাপ লাগলেও সত্যি হলো- আমরা বেশির ভাগই সংযমের মাহাত্ম্য ভুলে ওদের পাশ কাটিয়ে কেনাকাটা করি।’

মোহাম্মদ এনামুল হকের বক্তব্য, ‘দারুণ উপলব্ধি। কিন্তু শিখবে কে? সবাই জোয়ারে গা ভাসিয়ে শান্তি খুজে। ধর্ম নয়, জোয়ার এখানে মূখ্য।’

পে স্কেল কী হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬