এটুআই-বুটেক্সের মধ্যে সমঝোতা স্মারক সই

চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসেস টু ইনফরমেশন (এটুআই) এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। টেক্সটাইল শিল্পে দক্ষ মানব সম্পদ তৈরি করা, মধ্যম শ্রেনীর দক্ষ ব্যবস্থাপক গড়ে তোলা, ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য চাকরির বাজার তৈরি করা এবং যৌথভাবে জব ফেয়ার করাই হবে এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য।

আগারগাঁওয়ের আইসিটি ডিভিশন অফিসে সমঝোতা স্মারকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং এটুআইয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, এটুআইয়ের সাথে বুটেক্সের সমঝোতা স্বারক সইয়ের মাধ্যমে টেক্সটাইল শিল্পের চাকরি বাজারে দক্ষ মানবসম্পদ তৈরি বুটেক্সের শিক্ষার মান ও গতি দুটোই বাড়বে।

শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারস্পারিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় উভয় পক্ষ থেকে।


সর্বশেষ সংবাদ