সিএমপি’র সেই ব্যানার © সংগৃহীত
আগুন হামলায় নিহত ও যৌন হামলার বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। নুসরাতের হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে চলছে প্রতিবাদ; এমন সময় নুসরাতকে নিয়ে সড়কে লাগানো চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি ব্যানার। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৈশাখের প্রথম দিন রবিবার সকাল থেকেই নগরের সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় অন্তত দুটি স্থানে ওই ব্যানার দেখতে পাওয়া যায়; যেখানে দিনভর চলে বর্ষবরণের আয়োজন।
নুসরাতের ছবিসহ ব্যানারটিতে লেখা ছিল, দিনের আলোয় কাটুক সব অন্ধকার রাত, এই বাংলায় চাই না আর কোন ভিকটিম নুসরাত। সিআরবি এলাকা থেকেই ব্যানারটির ছবি তুলে অনেকেই ফেসবুকে দেন। এ কাজটি করার জন্য তারা সবাই পুলিশকে ধন্যবাদ জানাচ্ছেন।
প্রসঙ্গত, ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে। নুসরাত ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন।
পরীক্ষার জন্য নির্ধারিত কক্ষ থেকে ছাদে ডেকে নিয়ে কয়েকজন বোরকাপরা লোক পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করে। নুসরাতের পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলা তুলে না নেয়ায় এ ঘটনা ঘটেছে। এ তথ্য ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় পুলিশকেও জানিয়েছেন নুসরাত।
তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওই দিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের ১০২ নম্বর কক্ষে ভর্তি করা হয়। পরে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তাকে লাইফসাপোর্ট দেয়া হয়। এরপর গত বুধবার না ফেরার দেশে চলে যান মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি।