ভিভো ভি১৫

৩২ মেগাপিক্সেলের পপ আপ সেলফি ও তিন রিয়ার ক্যামেরার ফোন

প্রিবুকিং চলবে ২৬ মার্চ পর্যন্ত; দাম ২৯ হাজার ৯৯০ টাকা
২৪ মার্চ ২০১৯, ১১:৫২ PM
ঢাকায় ফোন উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা।

ঢাকায় ফোন উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। © প্রেস ফটো

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার তিন রিয়ার ক্যামেরার নতুন ফোন নিয়ে এসেছে বহুজাতিক চীনা মোবাইল কোম্পানি ভিভো। গত মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রথম ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরাসহ ভি১৫ প্রো বাজারে ছাড়ে কোম্পানিটি। 

ওই ধারাবাহিকতায় ৩২ মেগাপিক্সেলের দ্বিতীয় ফোন ভি১৫ বাজারে এনেছে প্রতিশ্রুতিশীল ব্রান্ডটি। স্মার্টফোনটির প্রি বুকিং আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে। প্রি-বুকিংয়ের সাথে রয়েছে আকর্ষনীয় গিফট বক্স। এ ছাড়াও গ্রামীণফোন ব্যবহারকারীরা পাচ্ছেন বিশেষ ডাটা অফার। 

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা হোটেলে গত বুধবার (২০ মার্চ, ২০১৯) সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ নতুন মোবাইল ফোন বাজারে আনার ঘোষণা দেয় ভিভো বাংলাদেশ।

ভি১৫ ফোনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম, ৩২ মেগাপিক্সেলের (এমপি) পপআপ সেলফি ক্যামেরা, দ্রুত রিচার্জযোগ্য ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গ্রাহকরা ২৯ হাজার ৯৯০ টাকায় মোবাইলটি কিনতে পারবেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক। অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, ব্যান্ড সংগীতশিল্পী জন কবির, জনপ্রিয় ইউটিউবার শামীম হাসান সরকার এবং ভিভো বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিভো বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন,“উদ্ভাবনই আমাদের শক্তি। সব স্তরের গ্রাহকের হাতে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ হ্যান্ডসেট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি পূরণে ভি১৫ এক অনন্য উদাহরণ।”

মোবাইলের বৈচিত্র্যপূর্ণ ব্যবহারের জন্য প্রয়োজন শক্তিশালী প্রসেসর। ভি১৫-তে রয়েছে ২ দশমিক ১ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ প্রসেসর এবং ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। পাশাপাশি হ্যান্ডসেটটিতে রয়েছে সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ফানটাচ ওএস ৯। স্মার্টফোনটির পেছনে থাকা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করা যাবে। 

৬ দশমিক ৫৩ ইঞ্চির আল্ট্রা ফুলভিউ ডিসপ্লেবিশিষ্ট হ্যান্ডসেটটি পাওয়া যাবে নীল (টপেজ ব্লু) এবং লাল (গ্ল্যামার রেড) রঙে। এর স্ক্রিন রেজ্যুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশিষ্ট্যযুক্ত তিন রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ২৪, ৮ ও ৫ মেগাপিক্সেলের। এর ফলে গ্রাহক প্রয়োজনমত নিখুঁত, পরিচ্ছন্ন ও বিস্তৃত ছবি তুলতে পারবেন। আর ভিভোর পপ আপ ক্যামেরা প্রযুক্তিসমৃদ্ধ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেবে সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ছবি তোলার অভিজ্ঞতা। 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬