‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩২ PM
কর্মশালায় অংশগ্রহনকারীদের সাথে অতিথিরা

কর্মশালায় অংশগ্রহনকারীদের সাথে অতিথিরা

রাজধানীর উত্তরায় ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স ও ম্যানেজমেন্ট ক্যাম্পাসের ডিজিটাল ক্লাসরুমে 'প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল মার্কেটিং' শীর্ষক এক কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, কর্পোরেট কমিউনিকেশনের উপর বক্তৃতা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সহকারি অধ্যাপক, দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক, বৈশাখী টেলিভিশনের সাবেক কনসালট্যান্ট (নিউজ) ড. মিঠুন মুস্তাফিজ।

ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স ও ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেন প্রজেক্ট ডিরেক্টর, ডলফিন ডিজিটাল, ড্যাফোডিল ফ্যামিলির মার্কেটিং ডিরেক্টর রিবেল মনোয়ার, ডিজিটাল মার্কেটিং বিষয়ে আলোচনা করেন ডিজিটাল স্ট্রাটেজিস্ট অতনু চৌধুরী, গ্রাফিক্স ও কন্টেন্ট নিয়ে আলোচনা করেন সাফারা আইটির হেড অব ক্রিয়েটিভ টেকনোলজি সাইফুল ইসলাম, উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল এর টার্কিস কোর্সের প্রশিক্ষক ও গবেষক সরোজ মেহেদি, সাভারের টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ।

এছাড়াও অষ্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটির প্রজেক্ট ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি ও ইমপ্রেস গ্রুওেপর সিস্টার কনসার্ণ আই ভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের সভাপতি দস্তগীর শেখ ভিডিও বার্তার মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন।

বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রফেশনালস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্যোক্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স ও ম্যানেজমেন্ট, বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজেমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারর্স, রংপুর রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সিয়াল লিডারশিপ ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই-কমার্স অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব কর্মশালায় সহযোগী হিসেবে কাজ করছে। প্রতি শুক্রবার বিকেলে নিয়মিত এ ধরনের কোর্স চালু থাকবে।

প্রসঙ্গত, ইউনাইটেড কলেজ অব এভিয়েশেন, সায়েন্স ও ম্যানেজমেন্ট আন্তর্জাতিক একাধিক বিশ্ববিদ্যালয় ও একাডেমির সাথে অ্যাফিলিয়েশনের মাধ্যমে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এয়ার হোস্টেস ও ক্যাবিন ক্রু, কম্পিউটার সায়েন্স, মার্কেটিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, নিউজ প্রেজেন্টশন, বেসিক জার্নালিজম, টার্কিশ, চাইনিজ ও ইংরেজি কোর্স অফার করে থাকে।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬