পৃথিবীকে বদলে দেয়ার মতো নানা আইডিয়া যদি তোমার মাথায় ঘুরপাক খায়। তবে সেসব আইডিয়া নিয়ে বানিয়ে ফেলতে পারো ছোট একটি ভিডিও চিত্র। তোমার ভিডিও যদি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে পথ বাতলে দিতে পারে তবে তুমি জিতে নিতে পারো ৫০০ ডলার পুরষ্কার। এ জন্য তোমাকে অংশ নিতে হবে টিনস ড্রিম অ্যানুয়াল ভিডিও কম্পিটিশনে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের আবেদন করা যাবে আগামী ১৯ জানুয়ারী পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে তোমার দুই মিনিট বা তারও কম দৈর্ঘ্যের এমন একটি ভিডিও পাঠাও, যার সাথে সম্পর্ক থাকবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের একটির। প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটে পাবে টেকসই উন্নয়ন সম্পর্কিত তথ্য এবং প্রতিযোগিতার নিয়মাবলী।
সুযোগ সুবিধাসমূহ
* ৫০০ ডলার জেতার সুযোগ।
* যোগ দিতে পারবে ওয়াশিংটন ডিসিতে এক দারুণ অনুষ্ঠানে।
* কাজ করতে পারবে টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে।
আবেদনের যোগ্যতা: অংশগ্রহণকারীদের বয়স হতে হবে ১৩ থেকে ১৮ বছরের মাঝে। বিশ্বের যেকোনো দেশ থেকে আবেদন করতে পারবে। তবে ভিডিওর ভাষা হতে হবে ইংরেজি। একক বা দলগতভাবে কাজ করতে পারো। তবে একজনই আবেদন করতে পারবে। পুরো ভিডিওতে দলের হয়ে নিজেকে উপস্থাপন করতে পারবে। বড়রা উপদেষ্টা হিসেবে কাজ করতে পারবেন। কিন্তু প্রতিযোগিতায় কোনো ধরনের অংশগ্রহণমূলক কাজ করতে পারবেন না। আয়োজকদের পরিবারের কেউ অংশ নিতে পারবে না। বাংলাদেশসহ বিশ্বের কিশোর-কিশোরীদের জন্য এই প্রতিযোগিতা উন্মুক্ত। আবেদন করতে ক্লিক করুন...