অগ্রণী ব্যাংকের ১২ হাজার তথ্য হ্যাকারদের কাছে

২৯ জুন ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
অগ্রণী ব্যাংকের তথ্য হ্যাকাররা ফাঁস করেছে বলে অভিযোগ উঠেছে

অগ্রণী ব্যাংকের তথ্য হ্যাকাররা ফাঁস করেছে বলে অভিযোগ উঠেছে © ফাইল ছবি

দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের দাবি, পুরো সার্ভার হ্যাকারদের কবলে পড়েনি। কিছু কর্মীর ই-মেইল আইডি হ্যাকারদের হাতে গিয়েছিলে। সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। ‘কিল সিকিউরিটি’ নামে একটি গ্রুপ ১২ হাজারের বেশি তথ্য চুরির দাবি করে। 

তথ্য চুরির পর হ্যাকাররা অর্থও দাবি করেছিল। জানা গেছে, টেলিগ্রামের মাধ্যমে গত ১৭ মে হ্যাকাররা বার্তা দেয়, ৫ হাজার ইউরো না দিলে তারা এসব তথ্য ফাঁস করে দেবে। তবে টাকা না পেয়ে তারা গত ৬ জুন তথ্যগুলো ডার্ক ওয়েবে ফাঁস করে।

ব্যাংকটির ঊর্ধ্বতন দুই কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, কিছু দিন ধরেই সার্ভার স্লো কাজ করছে। সার্কুলারগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছিল না। এখন হ্যাকারদের আক্রমণের কথা শুনছেন। তবে সার্ভার আর স্লো নেই।

আরো পড়ুন: যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

এ বিষয়ে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং আইটি বিভাগের দায়িত্বে থাকা আব্দুর রহমান গাজী গণমাধ্যমকে বলেন, বড় ধরনের হ্যাকের ঘটনা ঘটেনি। কিছু কর্মীর ই-মেইল হ্যাকড হয়েছিল। পরে তা পুনরুদ্ধার করতে পেরেছেন বলে তিনি জানান।

ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইপিজেড নির্মাণে ব্যবহার হচ্ছে পরিবেশবিধ্বংসী ইট!
  • ২৪ জানুয়ারি ২০২৬
জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬