পুরোনো মেসেজ দ্রুত খুঁজে পেতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

পুরোনো মেসেজ দ্রুত খুঁজে পেতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
পুরোনো মেসেজ দ্রুত খুঁজে পেতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার  © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম সমাজিক যোগাযোগ মাধ্যম। দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। তবে এবার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে এবার হোয়াটসঅ্যাপের পুরোনো মেসেজ খুঁজে পাবেন সহজেই। ‘চ্যাট ফিল্টার’ নামের নতুন ফিচারটি ব্যবহারকারীদের দ্রুত মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে। 

হোয়াটসঅ্যাপে কাজের প্রয়োজনে অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন। এত চ্যাটের ভিড়ে জরুরি মেসেজ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিল্টার ‘চ্যাট ফিল্টার’ ফিচার চালু করেছে। এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের দ্রুত মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি কথোপকথন ফিল্টারের জন্য আলাদা ক্যাটাগরি নির্ধারণ করে দেবে। হোয়াটসঅ্যাপ পেজের সঙ্গে আলাদা ফিল্টার দেখা যাবে। অল, আনরিড ও গ্রুপ এ তিনটি ফিল্টার থাকবে। অল নির্বাচন করলে সব মেসেজ আগের মতো তালিকাবদ্ধ থাকবে। আনরিড নির্বাচন করলে যেসব মেসেজ পড়া হয়নি সেগুলো সবার প্রথমে চলে আসবে। ফলে প্রয়োজনীয় মেসেজ দ্রুত খুঁজে পাবে ব্যবহাকারীরা। 

চ্যাট ফিল্টার ফিচার যেভাবে ব্যবহার করবেন 

* প্রথমে আপনার হোয়াটসঅ্যাপকে সবশেষ সংস্করণে আপডেট করুন।

* এরপর অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অপারেটিং সিস্টেমের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।

* হোয়াটসঅ্যাপে দৃশ্যমান চ্যাটের একেবারে শীর্ষে তিনটি ফিল্টার প্রদর্শিত হবে, সেখান থেকে প্রয়োজনীয় অপশন বাছাই করুন।

* অথবা চ্যাট ট্যাবের ওপরের ডানদিকের কোণে ফিল্টার আইকনে ট্যাপ করতে হবে।

* সম্পূর্ণ চ্যাট হিস্ট্রি দেখতে ফিল্টার অপশন খোলার পর ‘অল’ অপশনে ট্যাপ করতে হবে।

* নতুন মেসেজগুলো দেখতে ফিল্টার অপশনে ‘আনরিড’ অপশনে প্রেস করতে হবে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, স্ট্যাটাস দিলে নোটিফিকেশন পাবে অন্যরা

* শুধুমাত্র গ্রুপ চ্যাটে ফোকাস করতে ফিল্টার অপশনে ‘গ্রুপ’ অপশনে ট্যাপ করতে হবে।

সম্প্রতি নতুন এই ফিল্টার চালুর ঘোষণা দেয় এর মূল প্রতিষ্ঠান মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার সুবিধা হোয়াটসঅ্যাপের সমস্ত ব্যবহারকারীরা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ, টাইমস অব ইন্ডিয়া

 

সর্বশেষ সংবাদ