নতুন উদ্যোক্তা তৈরিতে বুয়েট-চবিসহ ১০ বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’

বুয়েটে ইনোভেশন হাব কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান
বুয়েটে ইনোভেশন হাব কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান  © টিডিসি ফটো

নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে দেশের ১০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’। এর মধ্যে তিনটি ইনোভেশন হাব পুরোপুরি প্রস্তুত। সেগুলো হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনোভেশন হাব।

আজ বুধবার (১৮ অক্টোবর) ইনোভেশন হাবগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে শেখ রাসেল দিবসে সম্মাননা প্রদান অনুষ্ঠান থেকে অনলাইনে মাধ্যমে এই ইনোভেশন হাব উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

ভিত্তি স্থাপনের মাধ্যমে নির্মাণকাজ শুরু হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)।

‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ব্যবসায়িক মডেলের উদ্ভাবনকে উৎসাহিত করা, বাণিজ্যিকভাবে কার্যকর পণ্য এবং টেকসই বিপণন কৌশল তৈরি করা, দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

এই প্রকল্পের অন্যতম আরেকটি লক্ষ্য হল শিক্ষার্থীদের নিজেদের এবং বাংলাদেশের জন্য সফল উদ্যোক্তা এবং পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা যাতে তারা ব্যবসা ক্ষেত্রে সফলভাবে নিজেদের মেলে ধরতে পারে।

আজকের তরুণ প্রজন্মকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।

এসময় ইনোভেশন হাবসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব প্রকল্পের ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো গতিশীলতা আসবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence