যে কারণে জাকারবার্গের ১০ কোটি ফলোয়ার কমলো!

 মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ  © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ফলোয়ারের সংখ্যা কম দেখাচ্ছে। বাংলাদেশে বুধবার সকাল থেকে বিষয়টি সবার নজরে এলেও বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরেই ব্যবহারকারীদের রহস্যজনকভাবে ফলোয়ার হ্রাস পাচ্ছে। ফেসবুক বাগের কারণে রাতারাতি লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গেরও ফলোয়ার কমেছে প্রায় ১০ কোটি। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা ৯ হাজার ৯৯৩ জন।

এরই মধ্যে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঠিক কী কারণে হঠাৎ করে ফলোয়ার সংখ্যা কমতে শুরু করেছে, তা নিশ্চিত করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক ফেসবুকে ফলোয়ার সংখ্যা কমার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আরও ৫ দিন আগে। ওই প্রতিবেদনে বলা হয়, ফেক ও বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণেই এমনটি ঘটে থাকতে পারে। তারা ফলোয়ার কমে যাওয়া নিয়ে ফেসবুকের মালিকানায় থাকা প্রতিষ্ঠান মেটার কাছে প্রশ্ন রেখেছিল। কিন্তু সেই প্রশ্নের সরাসরি জবাব মেলেনি।

তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়েছে, এ বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন সন্দেহজনক বট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার আগের তিন মাসে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: জাকারবার্গের ফলোয়ার সংখ্যা কমে মাত্র ৯৯৯৩ হলো!

ফেসবুকের হিসাব অনুযায়ী, এ বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভুয়া অ্যাকাউন্ট ছিল বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর প্রায় ৫ শতাংশ। ভুয়া অ্যাকাউন্ট নিয়ে ফেসবুক তাদের ট্রান্সপারেন্সি সেন্টার পেজেসে জানায়, যত বেশি সম্ভব ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলাই আমাদের লক্ষ্য। আমাদের নীতি ভঙ্গকারী অ্যাকাউন্ট, ব্যবসার প্রতিনিধিত্ব করে এমন ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা পোষা প্রাণীর নামে অ্যাকাউন্ট ভুয়া অ্যাকাউন্টের তালিকায় আছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড রিপোর্ট বলছে, কোনও ভুল কিংবা বাগের কারণে অনুসারীর সংখ্যা কমে যাচ্ছে, যা থেকে রেহাই পায়নি স্বয়ং মার্ক জাকারবার্গও। তাদের ওই প্রতিবেদনে ক্ষুব্ধ ব্যবহারকারীদের মন্তব্য স্ক্রিনশট আকারে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন লিখেছেন— ফেসবুকের সুনামিতে আমার প্রায় ৯ লাখ অনুসারী হারিয়ে গেছে, বাকি আছে মাত্র ৯ হাজার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence