প্রতীকী ছবি © ফাইল ফটো
গতকাল রবিবার দাম বাড়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ফের বাড়ল সোনার দাম। এবার ভরিতে বাড়ছে ২ হাজার ৯০৬ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। আজ সোমবার (৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়।
এতে বলা হয়েছে, দেশের তেজাবি (পাকা) সোনার দাম বেড়েছে। মূলত বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশে দাম বাড়াচ্ছেন সমিতির নেতারা।
নতুন দাম অনুযায়ী, আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের দাম বেড়ে ২ লাখ ২৭ হাজার ৮৪৬ টাকায় দাঁড়াবে। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে ১ লাখ ৫৫ হাজার ৪০১ টাকা হবে।
এর আগে আজ পর্যন্ত সোনার দাম ছিল, প্রতি ভরি ২২ ক্যারেটের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।