এনইআইআর চালুর পর চাঞ্চল্য: অজান্তেই এনআইডি দিয়ে ডজন ডজন মোবাইল রেজিস্ট্রেশন

০২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ AM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ মোবাইল ফোন শনাক্ত করে ধাপে ধাপে বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। এনইআইআর চালুর ফলে এখন ঘরে বসেই জানা সম্ভব আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে কয়টি মোবাইল সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যক্তির অজান্তেই তার এনআইডি দিয়ে একাধিক মোবাইল রেজিস্ট্রেশন করা হয়েছে, যা ভবিষ্যতে আইনি ঝুঁকি ও ভয়াবহ বিপদের কারণ হতে পারে।

মাসুম বিল্লাহ ভূঁইয়া। পেশায় একজন ফ্রিল্যান্সার। তার এনআইডি দিয়ে এখন পর্যন্ত ৫৩টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে, যা তার অজানা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন উদ্বেগের কথা জানান। 

পোস্টে তিনি লেখেন, আমার এনআইডি দিয়ে মোবাইল সেট রেজিস্টেশন করা ৫৩টি, হ্যাঁ সত্যিই শুনেছেন আর অবাক করা বিষয় হল ডিসেম্বর ২০২৫ ই-মোবাইল সেট রেজিস্টেশন হয়েছে ৪২টি। মজার বিষয় হল দেশ থেকে আমার হ্যান্ডসেট কেনা মিনিমাম ৪ বছর আগে আর আমার এনআইডি দিয়ে আমার হ্যান্ডসেটের রেজিস্টেশন নেই। এইটা রেজিস্টেশন করা অন্য কারো এনআইডি দিয়ে।

এ ছাড়াও আঙ্গুরা বেগম নামের এক বেসরকারি এনজিও কর্মকতা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমার এনআইডি দিয়ে এখন পর্যন্ত ২১টি মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে। আমি সর্বশেষ ফোন কিনেছিলাম ২০২১ সালে। আজ এনইআইআর সিস্টেমে চেক করে দেখি, আমার নামে এতগুলো ফোন রেজিস্টার্ড।

ডিজিটাল নিরাপত্তা ও টেলিকম খাতের বিশেষজ্ঞরা বলছেন, এ অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, এনআইডি ডেটা লিক, অসাধু রিটেইলার ও আমদানিকারকদের মাধ্যমে অন্যের পরিচয় ব্যবহার করে হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করা হচ্ছে। এসব হ্যান্ডসেট যদি কোনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়, তাহলে প্রাথমিকভাবে এনআইডি মালিককেই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে।

বিটিআরসির উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রথমে সবাইকে নিরাপত্তার আওতায় আনতে চাই। এজন্য একটি বড় ডাটাবেজ তৈরি করেছি। এই ডাটাবেজের ভেতরে আমরা ধীরে ধীরে কাজ করে অবৈধ সেটগুলো শনাক্ত করব এবং সেগুলোকে আলাদা করার চেষ্টা করব। এটি খুব কঠিন কাজ এবং একদিনে সম্ভব নয়। তবে ভবিষ্যতে যেন নতুন করে অবৈধ সেট নেটওয়ার্কে ঢুকতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত নেটওয়ার্কে যেসব সেট ব্যবহার হয়েছে, সেগুলো ডাটাবেজে যুক্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানে বৈধ সেটের পাশাপাশি কিছু অবৈধ সেটও রয়েছে। পূর্ববর্তী সময়ে নেটওয়ার্কে থাকা কিছু সেট সাম্প্রতিককালে নতুনভাবে সিস্টেমে নিবন্ধিত হয়েছে বলে তা ২০২৫ সালের এন্ট্রি হিসেবে দেখা যাচ্ছে। তবে এখানে কোনো অবৈধ কাজ হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে

কর্মকর্তা বলেন, আমরা যেটা করছি তা গ্রাহকের স্বার্থে। একটি আইএমইআই নম্বর অনেক সেটে ব্যবহৃত হলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই আমরা ধাপে ধাপে এসব ডাটা সাজিয়ে এমন অবস্থায় নিতে চাই, যাতে মূল অপরাধীকে শনাক্ত করা যায় এবং সাধারণ ব্যবহারকারীরা নিরাপদ থাকেন। ঠিক যেমনটা আমরা সিমের ক্ষেত্রে করেছি।

এনআইডিতে একাধিক সেট নিবন্ধিত দেখালে করণীয় সম্পর্কে তিনি বলেন, যদি কোনো ব্যবহারকারীর নামে একাধিক সেট নিবন্ধিত থাকে এবং তার ব্যবহৃত সেটটির আইএমইআই মিলে যায়, তাহলে অন্যগুলো ডিএক্টিভেট করলে সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে যে প্রসেস দেওয়া আছে সেটি অনুসরণ করতে হবে। প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করলে সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, ব্যবহৃত সিম কোনো সময় অন্য ফোনে ব্যবহার করা হলে সেটিও সংশ্লিষ্ট তালিকায় যুক্ত হতে পারে। তাই যাচাইয়ের ক্ষেত্রে এসব বিষয়ও বিবেচনায় রাখতে হবে।

ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!