কর কমায়নি এনবিআর, অনিবন্ধিত ফোন বন্ধে এনইআইআর বাস্তবায়ন পিছিয়েছে বিটিআরসি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ PM
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের উদ্বোধন ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর ফলে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, আমদানিকৃত অবিক্রিত বা মজুত থাকা মোবাইল ফোনের আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য ১৫ ডিসেম্বরের মধ্যে এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য মোবাইল ফোন ব্যবসায়ীদের সময় দেওয়া হয়েছিল। অনেক ব্যবসায়ী এখনো প্রয়োজনীয় তথ্য জমা দেননি।
এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার্থে এনইআইআর সিস্টেমের চালু হওয়ার তারিখ ১৬ ডিসেম্বর থেকে পিছিয়ে ১ জানুয়ারি ২০২৬ করা হয়েছে। পাশাপাশি তথ্য জমা দেওয়ার শেষ সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যেসব মোবাইল ফোন ব্যবসায়ীর কাছে এখনো অবিক্রিত বা মজুত হ্যান্ডসেট রয়েছে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে (.এক্সএলএসএক্স) আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য ই-মেইলের মাধ্যমে neir@btrc.gov.bd ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) হলো একটি সরকারি ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট যাচাই করা হয়।
বিটিআরসি জানিয়েছে, এনইআইআর স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে কোনো ফোন বৈধভাবে আমদানি করা হয়েছে, দেশে উৎপাদিত হয়েছে নাকি অবৈধ পথে দেশে প্রবেশ করেছে।
বর্তমানে ব্যবহৃত সব বৈধভাবে অনুমোদিত ডিভাইস বায়োমেট্রিক সিমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। তবে অনিবন্ধিত বা সেকেন্ডহ্যান্ড ডিভাইসের ক্ষেত্রে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।