১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে কর্পোরেট একাডেমির দেশের সবচেয়ে বড় আয়কর সামিট

১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে কর্পোরেট একাডেমির দেশের সবচেয়ে বড় আয়কর সামিটে
১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে কর্পোরেট একাডেমির দেশের সবচেয়ে বড় আয়কর সামিটে  © সংগৃহীত

প্রায় ১০০০ আয়কর প্রফেশনাল নিয়ে কর্পোরেট একাডেমি আয়োজন করলো দেশের সবচেয়ে বড় আয়কর সামিট। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয় নবীন কর আইনজীবী, আয়কর প্রফেশনাল ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের সন্মানীত চেয়ারম্যান জনাব মো. আবদুর রহমান খান এফসিএমএ। এসময় তিনি বলেন, নবীন কর আইনজীবীদের প্রতি আমার আহবান, শুরুর দিকেই অর্থ নিয়ে না ভেবে, শতভাগ ক্লায়েন্ট সার্ভিস নিশ্চিত করুন, অর্থ আপনার পিছনে দৌড়াবে।

এছাড়াও তিনি জাতীয় কর ব্যবস্থাপনা, কর জিডিপি বৃদ্ধিতে প্রফেশনালদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এনবিআরের চলমান বিভিন্ন করদাতা বান্ধব উদ্যোগ নিয়ে অত্যন্ত মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ২টি কিনোট পেপার উপস্থাপন করা হয়। মূল পর্বে Domestic Revenue Mobilization in Bangladesh, The Future Trajectory বিষয়ক কি নোট পেপার প্রেজেন্ট করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার জনাব ইখতিয়ারউদ্দিন মো. মামুন এফসিএমএ এবং ট্যেকনিক্যাল সেশন পর্বে Optimizing Tax Revenue in Bangladesh শীর্ষক আরেকটি কি নোট পেপার প্রেজেন্ট করেন স্নেহাসিস মাহমুদ এন্ড কোং এর পার্টনার, জনাব স্নেহাসিস বড়ুয়া এফসিএ।

এছাড়াও অনুষ্ঠানে বিসিএস কর একাডেমির মহাপরিচালক জনাব মো. মাসুদুর রহমান মাসুদ, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রিয় গোয়েন্দা সেল (সিআইসি) এর পরিচালক জনাব ওয়াকিল আহমেদ, সাবেক সদস্য (আয়কর) জনাব রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, ইউনিলিভার কনজিউমার কেয়ার এর চেয়্যারম্যান জনাব মাসুদ খান এফসিএ, এফসিএমএ, পুলুটুস কনসালটিং এর সিইও, জনাব নাজমুল হায়দার এফসিএমএ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর ডিজিএম ফাইন্যান্স, জনাব মোহাম্মদ রেফাউল করিম চৌধুরি এফসিএ,  হোসাইন মামলুক এন্ড কোং এর সিইও জনাব মো. মামলুক হোসাইন এফসিএ, এফসিএমএ, হোসাইন মামলুক এন্ড কোং এর ডাইরেক্টর নব কৃষ্ণ মুনি এফসিএমএ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিতে আয়কর প্রফেশনালদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনামূল একটি বিশেষ প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়। প্যানেল ডিসকাশন সেশনে প্যানেল স্পিকার ছিলেন জনাব রঞ্জন কুমার ভৌমিক এফসিএমএ, জনাব ওয়াকিল আহমেদ ও জনাব স্নেহাসিস বড়ুয়া এফসিএ এবং মডারেটর হিসেবে সেশনটি পরিচালনা করেন জনাব মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেট একাডেমির ফাউন্ডার এন্ড চেয়্যারম্যান জনাব মো. আরিফুর রহমান এবং সমাপনী বক্তব্য রাখেন কর্পোরেট একাডেমির এডভাইজার, ও সাবেক সদস্য (টেকনিক্যাল), কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুন্যাল, জনাব মোহাম্মদ ফখরুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিলিভার কনজিউমার কেয়ার এর চেয়্যারম্যান জনাব মাসুদ খান এফসিএ, এফসিএমএ, হোসাইন মামলুক এন্ড কোং এর সিইও জনাব মো. মামলুক হোসাইন এফসিএ, এফসিএমএ, ভাইয়া হাউসিং লিমিটেড এর সিএমও মো. ফরহাদ উদ্দিন এবং কর্পোরেট একাডেমি প্রফেশনাল ফোরামের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটির সফল বাস্তবায়ন এবং কার্যক্রমে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে কর্পোরেট একাডেমি প্রফেশনাল ফোরাম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence