১২.১২ ক্যাম্পেইনে দারাজের মেগা ছাড়, ফ্রি ডেলিভারি ও ব্র্যান্ড ডে অফার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ PM
বছরের শেষ উৎসবমুখর কেনাকাটার আমেজকে আরও রঙিন করে তুলতে দারাজ বাংলাদেশ আবারও নিয়ে আসছে বছরের সবচেয়ে বড় অনলাইন শপিং আয়োজন—১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল। ১১ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলা সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে সর্বোচ্চ ৮০% পর্যন্ত মেগা ছাড়, ফ্রি ডেলিভারি, ফ্ল্যাশ ভাউচার, এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে অফারসহ অসংখ্য আকর্ষণীয় ডিল। শীতের প্রয়োজনীয়তা থেকে শুরু করে বছরের শেষ আপগ্রেড—সবকিছুকেই আরও সাশ্রয়ী করে তুলতে প্রস্তুত দারাজের এবারের গ্র্যান্ড সেল।
১২.১২ ক্যাম্পেইনের প্রতিটি দিনকে উৎসবমুখর করতে দারাজ সাজিয়েছে ভিন্ন ভিন্ন ইভেন্ট। ১১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে বিশেষ ফ্ল্যাশ ভাউচার ঘণ্টা, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ৮% ছাড় উপভোগ করতে পারবেন। সপ্তাহজুড়েই থাকছে নানা থিমভিত্তিক দিনের আয়োজন, লাইফস্টাইল কোজি ফ্রাইডে, চয়েস ডে স্যাটারডে, ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে, ইলেকট্রিক টিউসডে, বুধবারের বাজার, এবং বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে, যেখানে প্রতিদিনের জন্য রাখা হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিকেন্দ্রিক অফার।
এই ক্যাম্পেইনে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো নিয়ে আসছে তাদের নিজস্ব ‘ব্র্যান্ড ডে’, লোটো (১৩ ডিসেম্বর), অপো (১৪ ডিসেম্বর), রিয়েলমি (১৫ ডিসেম্বর), ম্যারিকো সুপার ব্র্যান্ড ডে (১৭ ডিসেম্বর) এবং ভিশন (১৮ ডিসেম্বর)। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকেরা পাবেন বিশেষ বান্ডেল সুবিধা- ৪টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি + ফ্রি ডেলিভারি।
পণ্যের গুণগত মান ও বৈচিত্র্য নিশ্চিত করতে এবারের আয়োজনে প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার, রেকিট, ম্যারিকো ও হিমালয়া। গোল্ড স্পনসর হিসেবে থাকছে বাটা ও সিলভার স্পনসর হিসেবে রয়েছে জিএসকে, এসিআই ও ফ্রেশ। এসব পার্টনারশিপের ফলে গ্রাহকরা ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হেলথ ও বিউটি এবং লাইফস্টাইল ক্যাটাগরিতে সেরা পণ্যগুলো পাবেন সহজেই।
গ্রাহকদের কেনাকাটা আরও সাশ্রয়ী করতে দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট পার্টনারদের সঙ্গে বিশেষ চুক্তি করেছে দারাজ। এই ক্যাম্পেইন চলাকালীন বিকাশ, নগদ, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি (শুধুমাত্র দারাজ ভিসা কো-ব্র্যান্ডেড কার্ড), মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা ১৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় উপভোগ করতে পারবেন। পাশাপাশি বড় অংকের লেনদেনের ক্ষেত্রে ০% ইএমআই সুবিধার সঙ্গে থাকছে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক অথবা রিওয়ার্ড জেতার সুযোগ, যা প্রযোজ্য হবে সিটি ব্যাংক ফ্লেক্সিবাই, ইবিএল জিপ এবং এমটিবি ফ্লেক্সিপে-এর ক্ষেত্রে।
আকর্ষণীয় ফ্ল্যাশ সেল থেকে শুরু করে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে- সব মিলিয়ে বছর শেষ করার সেরা শপিং গন্তব্য হতে যাচ্ছে দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল। অফারগুলো লুফে নিতে ভিজিট করুন দারাজ অ্যাপ অথবা ওয়েবসাইট এবং ক্যাম্পেইনের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।