তিন মাসে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪ টি

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © টিডিসি সম্পাদিত

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে নতুন করে ৭৩৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তবে অ্যাকাউন্টের সংখ্যা বাড়লেও এতে থাকা মোট আমানত কমেছে। তিন মাসে এসব কোটিপতি অ্যাকাউন্ট থেকে আমানত কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জুন মাস শেষে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর প্রান্তিকে এটি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। অর্থাৎ তিন মাসে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪টি।

তবে অ্যাকাউন্ট বেড়ে গেলেও জমার পরিমাণ কমেছে। জুন শেষে এই অ্যাকাউন্টগুলিতে মোট জমা ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে এটি কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। ফলে তিন মাসে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা কমেছে।

এর আগের প্রান্তিক (মার্চ-জুন) হিসাবেও কোটি টাকার অ্যাকাউন্ট উল্লেখযোগ্য হারে বেড়েছিল। মার্চ শেষে ১ লাখ ২১ হাজার ৩৬২টি ছিল, যা জুনে বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৭ হাজার ৩৩৬টিতে।

সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে। জুন শেষে মোট ব্যাংক অ্যাকাউন্ট ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি, যা সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। অর্থাৎ তিন মাসে মোট ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি অ্যাকাউন্ট নতুনভাবে যুক্ত হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিসংখ্যানও কোটি টাকার অ্যাকাউন্টের বৃদ্ধি দেখাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের ডিসেম্বরে এটি বেড়ে ১ লাখ ২১ হাজার ৩৬২টিতে পৌঁছায়। চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে তা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ব্যক্তি কোটিপতি নয়। এই হিসাবের বড় অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। একই ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক অ্যাকাউন্টও এখানে অন্তর্ভুক্ত থাকে।

পার্থের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়:…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে’
  • ১২ জানুয়ারি ২০২৬
বিএনপির একাধিক নেতার বক্তব্যে ধর্মবিদ্বেষী মনোভাবের পুনরাবৃ…
  • ১২ জানুয়ারি ২০২৬
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ…
  • ১২ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9