সঞ্চয় শুরুর সঠিক সময় কখন?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১৬ PM
জীবনে আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে সঞ্চয়ের বিকল্প নেই এ কথা সবাই জানে। কিন্তু বড় প্রশ্ন হলো, সঞ্চয় শুরুর সঠিক সময় কখন? অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর উত্তর হলো, যত দ্রুত সম্ভব। কারণ বয়স যত কম, দায়িত্ব তত কম আর এই সময়েই গড়ে ওঠে সবচেয়ে শক্তিশালী আর্থিক ভিত্তি।
তরুণ বয়সে সঞ্চয় করা মানে শুধু টাকা জমানো নয়, বরং অভ্যাস তৈরি করা। চাকরির প্রথম মাস থেকেই আয়ের একটি অংশ আলাদা করে রাখা ভবিষ্যতের ঝুঁকি কমায় এবং হঠাৎ প্রয়োজন মেটাতেও সাহায্য করে। অনেকেই মনে করেন বেশি আয় হলে সঞ্চয় করবেন, কিন্তু বাস্তবে দেখা যায় আয় বাড়লে ব্যয়ও বাড়ে, ফলে সঞ্চয়ের সুযোগ কমে যায়।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, আয়ের কমপক্ষে ১০–২০ শতাংশ নিয়মিত সঞ্চয় করা উচিত। শুরুতে ছোট অঙ্ক হলেও নিয়মিত সঞ্চয়ের ফলে তা বড় অঙ্কে পরিণত হয়। বিশেষ করে ইমার্জেন্সি ফান্ড, স্বাস্থ্য খরচ, ভবিষ্যতের বিনিয়োগ বা অবসরের পরিকল্পনা সবকিছুতেই প্রয়োজন আগেভাগে প্রস্তুতি।
বিশেষজ্ঞরা আরও বলেন, সঞ্চয় শুরু করার নিখুঁত সময় নেই, কিন্তু ভুল সময় আছে আর তা হলো দেরি করা। তাই বয়স ২০ হোক বা ৩০, চাকরিজীবন শুরু হোক বা পড়াশোনা চলুক, এখনই সামান্য পরিমাণ দিয়ে সঞ্চয়ের যাত্রা শুরু করলেই ভবিষ্যৎ হবে অনেক বেশি নিরাপদ ও স্থিতিশীল।