কেন্দ্রীয় ব্যাংকের সব অফিসে সঞ্চয়পত্রসহ পাঁচ সেবা বন্ধ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ PM
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বদল এবং এ–চালানসহ সব ধরনের কাউন্টার সেবা আজ থেকে বন্ধ হচ্ছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২০ নভেম্বর, ২০২৫ তারিখ কার্যদিবস শেষে বাংলাদেশ ব্যাংকের সকল শাখা–মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুরে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রয়, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং এ-চালানসহ সংশ্লিষ্ট সকল সেবা অস্থায়ীভাবে বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকেও সরাসরি কাউন্টার থেকে সাধারণ মানুষকে এই ধরনের সেবা দেওয়া হয় না। নিরাপত্তার কারণে কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
তবে, বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে নির্বিঘ্নে জনসাধারণকে এসব সেবা দিতে পারে, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক তদারকি বাড়াবে। জনসাধারণকে অনুরোধ করা হয়েছে যে, উল্লিখিত সেবাসমূহ তফসিলি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।