সুন্দরবন বাঁচাতে পর্যটক কমানোর পরামর্শ

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM
গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা

গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা © সংগৃহীত

সুন্দরবনকে রক্ষায় এখনই পর্যটক নিয়ন্ত্রণের পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, সিলেটের জাফলং পর্যটনকেন্দ্র প্রায় ধ্বংস হয়েছে। একই পথে রয়েছে টাঙ্গুয়ার হাওর। আর চোখের সামনে নষ্ট হয়েছে সেন্ট মার্টিন। তাই সুন্দরবনকে বাঁচাতে পদক্ষেপ নিতে হবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটি আয়োজিত ‘পর্যটন ও টেকসই রূপান্তর: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। তারা দুজনেই পর্যটন খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোগের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

সংগঠনটির সভাপতি এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে সেমিনারে সংগঠনের সহসভাপতি মফিজুর রহমান বলেন, দুই দশক আগের জাফলং আর এখনকার জাফলংয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। চোখের সামনে সেন্ট মার্টিন ধ্বংস হয়েছে। তাই টেকসই পর্যটন করতে হলে পরিবেশকে সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ বলেন, টাঙ্গুয়ার হাওর প্রায় শেষ হয়ে গেছে। সুন্দরবনও একই পথে রয়েছে। তাই এসব পর্যটনকেন্দ্র রক্ষায় এখন নিয়ন্ত্রণ আরোপ করতে হবে।

সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের চেয়ারম্যান জামিউল আহমেদ বলেন, গত ৫৫ বছরেও দেশের পর্যটন খাতে কোনো তথ্যভান্ডার তৈরি হয়নি। নেই কোনো গবেষণা। পৃথিবীতে পর্যটনের নিয়মে পর্যটন চললেও এ দেশে চলে ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায়।

আলোচনায় বাংলাদেশের পর্যটন খাতের বিশাল সম্ভাবনা তুলে ধরা হয়। বিশেষ করে টেকসই চর্চা, ইকো ট্যুরিজম এবং সরকারি সংস্থা, বেসরকারি খাত ও স্থানীয় অংশীজনদের মধ্যে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারী ব্যক্তিরা প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  • ১৬ জানুয়ারি ২০২৬
তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা, গাড়ির চাপায় ওয়েলম্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ 
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা বরাবরই…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কারণেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9