মীনা বাজার ও আগোরা এবং ফুডির পার্টনারশিপ © টিডিসি সম্পাদিত
দেশের শীর্ষস্থানীয় দুটি রিটেইল চেইন প্রতিষ্ঠান মীনা বাজার ও আগোরা এবার অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডি শপের সঙ্গে পার্টনারশিপে যুক্ত হয়েছে। এর ফলে এখন থেকে গ্রাহকেরা ঘরে বসেই আগোরা ও মীনা বাজারের সব ধরনের পণ্য ফুডি শপ থেকে কিনতে পারবেন। ফুডির দ্রুত ডেলিভারি সেবার মাধ্যমে পণ্য পৌঁছাবে সরাসরি ক্রেতার দোরগোড়ায়।
মীনা বাজারের সঙ্গে ফুডির চুক্তি সই হয়েছে গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীতে ফুডি এক্সপ্রেস লিমিটেডের হেডকোয়ার্টারে।
এ সময় ফুডি এক্সপ্রেস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা (সিওও) শাহনেওয়াজ মান্নান, ফুডি শপের ম্যানেজার হৃদিতা শাওন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাজওয়ার রিজভী। মীনা বাজারের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন (ই-কমার্স) মর্তুজা আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ তামিম সরকার ও এক্সিকিউটিভ রঞ্জন চন্দ।
সেবার প্রতিশ্রুতি জানিয়ে ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিওও শাহনেওয়াজ মান্নান বলেন, “গ্রাহকরা সাধারণত দ্রুত সেবা পছন্দ করেন। আমরা চাই মীনা বাজারের পণ্যগুলো সহজ, সুবিধাজনক ও দ্রুত ডেলিভারির মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছাতে। ফুডি শপ একটি দেশীয় কোম্পানি হিসেবে এই চাওয়াটাকে বাস্তবে রূপ দিতে কাজ করছে।”
মীনা বাজারের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন (ই-কমার্স) মর্তুজা আহমেদ বলেন, “আমরা একটি দেশীয় কোম্পানি। আরেকটি দেশীয় কোম্পানির এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমাদের জন্য গর্বের। ফুডি যেভাবে নিজের অবস্থান তৈরি করছে সেটা অনুপ্রেরণাদায়ক। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা একসঙ্গে আরও বড় কিছু করতে পারব বলে বিশ্বাস করি।”
অন্যদিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিটেইল চেইন আগোরা এবং ফুডি শপের মধ্যেও পার্টনারশিপ চুক্তি সই হয়েছে রবিবার (১৪ সেপ্টেম্বর) আগোরার প্রধান কার্যালয়ে। এর ফলে আগোরার সব ধরনের পণ্য এখন ফুডি শপের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগোরার পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মোয়াল্লেম এ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার খন্দকার নূর-এ-বোরহান, সিএফও ও কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম এবং হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স খালেদুর রসুল। ফুডির পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নান, ম্যানেজার হৃদিতা শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাজওয়ার রিজভী ও সিনিয়র এক্সিকিউটিভ সাইয়েদ আবদুল্লাহ আল বাকী।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, নতুন এই উদ্যোগ দেশের অনলাইন গ্রোসারি খাতে নতুন মাত্রা যুক্ত করবে। আগোরার মানসম্মত ও বৈচিত্র্যময় পণ্যের সঙ্গে ফুডি শপের প্রযুক্তিনির্ভর দ্রুত ডেলিভারি সেবা মিলিয়ে ক্রেতারা আরও স্মার্ট, সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা পাবেন।
ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই পার্টনারশিপ বাংলাদেশের অনলাইন গ্রোসারি বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো গ্রাহকের সময় বাঁচানো এবং তাদের জীবনকে আরও সুবিধাজনক করা।’