সরকারের ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজার হিসেবে বিডায় যোগদান ৪ ব্যাংকারের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০১:৩৬ PM
সরকারের হয়ে ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) যোগদান করেছেন চারজন কর্পোরেট ব্যাংকার। আগামী এক বছরের জন্য অ্যাটাচমেন্ট হিসেবে যোগদান করেছেন তারা। এই চারজন বেসরকারি ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে অবৈতনিক ছুটি নিয়ে এখানে যোগদান করেছেন বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
উদ্যোগটি এই সেক্টরে বেশ বড় ট্রান্সফরমেশন উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস আমরা শুধু একটা সফটওয়ার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এতদিন। বাংলাদেশে একদম জিরো হিউম্যান টাচ সলিউশন ফিসিবল না। ইন ফ্যাক্ট, সারা পৃথিবীতেই বড় ইনভেস্টরদের জন্য একজন ব্যক্তি নির্ধারিত করা থাকে। গ্লোবাল অর্গানাইজেশনগুলো এভাবেই অপারেট করে। আমাদেরও মডেলটা তাই হবে। বিনিয়োগকারীরা আমাদের রিলেশনশিপ ম্যানেজারদের কাছে আসবেন। একজন সিঙ্গেল পয়েন্ট অফ কন্টাক্ট থাকার কারণে বিনিয়োগকারীদের বিভিন্ন অফিস ঘুরতে হবে না। এই রিলেশনশিপ ম্যানেজাররাই সরকারের বিভিন্ন সংস্থায় তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করবেন বা সার্ভিস দিবেন।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা আমাদের কাস্টমার। আর যারা জয়েন করছেন তারা কাস্টমার ম্যানেজ করে অভ্যস্ত। তাই প্রাইভেট সেক্টর আমাদের জন্য প্লাগ এন প্লে সলিউশন। তাদের এই দক্ষতা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকারকে সাহায্য করবে।
যারা আসছেন তাদের ক্যারিয়ারের জন্য এটা দারুণ সুযোগ উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, তারা শিখবেন কীভাবে গভর্নমেন্ট মেশিনারি অপারেট করে। সরকারের মধ্যে নিজেদের নেটওয়ার্ক তৈরি করবেন। এই দক্ষতা তার সংস্থার জন্যও গুরুত্বপূর্ণ ভ্যালু এডিশন হবে। সবচেয়ে বড় কথা, তারা দেশের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন!
ভবিষ্যতে এই মডেলটা রেপলিকেট করে সরকার একই সাথে নিজের ক্যাপাসিটি বিল্ডিং এবং প্রাইভেট সেক্টরের ট্যালেন্টদের দেশ গড়ার সুযোগ করে দিবে আশা করছি। উল্লেখ্য, আমরা যেই তিরিশটি উদ্যোগ হাতে নিয়েছিলাম, তার মধ্যে এটি একটি।
আশিক চৌধুরী বলেন, অনেকেই দেশের জন্য কিছু করার একটা সুযোগ খুঁজেন। আবার সরকারেও অনেক সময় স্পেশালিস্ট দরকার হয়। কিন্তু সুযোগ বা সময়ের অভাবে অনেকক্ষেত্রেই ম্যাচমেকিংটা হয়ে উঠেনা ঠিকভাবে। এই কনটেক্সট মাথায় রেখেই, গত নভেম্বর থেকে একটি প্রজেক্ট শুরু করেছিলাম; শেষতক গন্তব্যে পৌঁছা গেছে। প্রথমবারের মত আজকে চারজন কর্পোরেট ব্যাংকার এক বছরের জন্য অ্যাটাচমেন্ট এ জয়েন করলেন বিডাতে। ওপেন অ্যাপ্লিকেশন এবং তারপর বেশ শক্ত ইন্টারভিউ প্রসেস শেষ করে তাদেরকে বাছাই করা হয়েছে।
‘‘সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো, যারা জয়েন করেছেন, তারা কিন্তু তাদের স্ব স্ব কর্মস্থল থেকে সম্পূর্ণ চাকরি ছেড়ে আসেননি। তারা একটি লম্বা সময়ব্যাপী অবৈতনিক ছুটি পেয়েছেন। এই সময় তারা বাংলাদেশ সরকারের হয়ে ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করবেন। সরকার থেকে বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। বছর শেষে সিনিয়রিটি বজায় রেখে আগের কর্মস্থলে ফেরত যাবেন।’’