ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি

২৫ জুন ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৫:১৭ PM
ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি

ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা চুক্তি © সৌজন্যে প্রাপ্ত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার আইয়ুব হোসেন ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভলপমেন্ট নিয়াজ মাকদুম শিবলী এ চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

চুক্তিতে উল্লেখ করা হয় ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীসহ তাদের ওপর নির্ভরশীল বাবা-মা ও স্ত্রী-সন্তানগণ সকল প্যাথলজিক্যাল টেস্ট, পিসিআর টেস্ট এবং রেডিওলজিক্যাল এন্ড ইমেজিং টেস্টে বিশেষ কর্পোরেট আর্থিক ছাড় পাবেন। এছাড়াও ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল মাদরাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ এ সুবিধার অন্তর্গত হবেন বলে আশ্বাস প্রদান করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, এ চুক্তির মধ্য দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবার ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে এক সেতু বন্ধন তৈরি হল। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাস্থ্য সুবিধার অর্ন্তভুক্ত হবেন। এজন্য ইবনে সিনা ট্রাস্ট পরিবারকে ধন্যবাদ জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম এর ডিন প্রফেসর ড. শাযায়াত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইয়ুব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ও উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী। ইবনে সিনা ট্রাস্ট এর পক্ষে এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভলপমেন্ট নিয়াজ মাকদুম শিবলী, এজিএম তরিকুল ইসলাম, সহকারী ম্যানেজার আব্দুল্লাহ রাসেল, সিনিয়র অফিসার মহিউদ্দীন রবিন, মাহমুদ নাজমুস সাবাহ।

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬