ঈদে দেশজুড়ে ওয়ালটন ফ্রিজের বিক্রির ধুম

০৪ জুন ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০২:০৩ PM
কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা

কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা © সংগৃহীত

ঈদুল আযহা উপলক্ষে দেশজুড়ে বেড়েছে ফ্রিজ কেনার হিড়িক। কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশের ইলেকট্রনিক্স শোরুমগুলোতে জমজমাট বিক্রি লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বাগেরহাট, বগুড়া, সিলেট, ফেনী ও নরসিংদীসহ বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম দেখা যাচ্ছে।

ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ সামনে রেখে প্রতিষ্ঠানটির শোরুমগুলোতে ফ্রিজ বিক্রির উৎসব শুরু হয়েছে। ‘দেশজুড়ে তোলপাড়, ওয়ালটন পণ্য কিনে হতে পারেন আবারো মিলিয়নিয়ার’—এই স্লোগানে চলছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২। চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এর আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা জেতার সুযোগ। এছাড়া রয়েছে লক্ষাধিক টাকার ক্যাশ ভাউচার ও নিশ্চিত উপহার।

ইতোমধ্যে এই সিজনে পাঁচজন ক্রেতা ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বহু ক্রেতা পেয়েছেন লাখ টাকার ক্যাশ ভাউচার।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক বলেন, “প্রতিবছরের মতো এবারও ঈদ বাজারে ফ্রিজ বিক্রিতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে ওয়ালটন। দেশের সিংহভাগ ক্রেতা আমাদের ব্র্যান্ডের প্রতি আস্থা রাখছেন। ওয়ালটন ফ্রিজে আইওটি ও এআই প্রযুক্তিসমৃদ্ধ আধুনিক ফিচারসহ রয়েছে দ্রুত এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।”

ঈদ বাজারে সব শ্রেণি-পেশার এবং আয়ের ক্রেতাদের জন্য ওয়ালটনের রয়েছে ৩০০-র বেশি মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার। এসব ফ্রিজ ১৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। রঙ ও ডিজাইনের দিক থেকেও রয়েছে হাজারো ভ্যারিয়েশন।

ক্রেতাদের সন্তুষ্টির জন্য ওয়ালটন দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। গ্রাহকদের দ্রুত সেবা দিতে ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট এবং দেশব্যাপী ৯০টিরও বেশি সার্ভিস সেন্টার। এ ছাড়া রয়েছে দেশের সবচেয়ে বড় সার্ভিস এক্সপার্ট টিম।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9