কেন ৩ মাসে সোনার দাম বেড়েছে ১৪ বার?

সোনা
সোনা  © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে সোনার দামের ঊর্ধ্বগতি গহনার বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। বিশেষ করে, বিয়ে-উৎসবে সোনার অলংকারের চাহিদা থাকায় এর মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের দুশ্চিন্তায় ফেলেছে। বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য দেড় লাখ টাকারও বেশি, যেখানে এক বছর আগে এই দাম ছিল ১ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ, এক বছরে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৪৭ হাজার টাকা।

সোনার দাম বৃদ্ধির হার
গত তিন মাসে সোনার দাম ১৪ বার বেড়েছে, যেখানে কমেছে মাত্র ৩ বার। চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মোট ১৭ বার সোনার দামে পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বৃদ্ধি পেয়েছে। ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা, যা ২৮ মার্চ বেড়ে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোনার দাম বৃদ্ধির কারণ
বাংলাদেশে সোনার খনি নেই এবং দেশীয়ভাবে সোনা উৎপাদিত হয় না। ফলে বিশ্ববাজারের দামের ওপর দেশীয় বাজারও নির্ভরশীল। সম্প্রতি বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়েছে, যা প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড গড়ছে। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে।

বর্তমানে ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধি, শুল্ক যুদ্ধের আশঙ্কা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি ঝোঁক বাড়ার কারণে এর দাম ক্রমাগত বেড়ে চলেছে। এছাড়া, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক টানা তৃতীয় বছরের মতো এক হাজার টনের বেশি সোনা কিনেছে, যা দাম বৃদ্ধির অন্যতম কারণ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence