ঈদের আগে সোনার দামে নতুন রেকর্ড

  © ফাইল ফটো

দেশে পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র ২ বা ৩ দিন বাকি। তার আগে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে।ভরিপ্রতি সোনার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দামে ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৭৭৩ টাকা।  

আজ শুক্রবার (২৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায়। এর আগে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকায়, যা ছিল দেশের সর্বোচ্চ দাম। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।  

নতুন দর অনুযায়ী, শনিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়, ২১ ক্যারেটের দাম হবে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকায়, আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।  

এর আগে শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকায়, ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকা, আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকায়।  

নতুন দামের ফলে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৭৭৩ টাকা, ২১ ক্যারেটের সোনায় ১ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের সোনায় ১ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ২৩৬ টাকা বাড়ল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence