বিশ্বের ইতিহাসে রেকর্ড সংখ্যক সম্পদ গড়লেন ইলন মাস্ক

১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক © সংগৃহীত

বিশ্বের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৪৪৭ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মাইলফলকে পৌঁছানোর রেকর্ড গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বুধবার (১১ ডিসেম্বর) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রকাশিত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রি তার সম্পদ বাড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। স্পেসএক্সের অভ্যন্তরীণ শেয়ার বিক্রিতে তার সম্পদে নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে স্পেসএক্সের মোট মূল্যমানও প্রায় সাড়ে ৩০০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

শুধু তাই নয়, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও বুধবার সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। সেই সুবাদে মাস্কের মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা বিশ্বের ইতিহাসে কোনও ব্যক্তির সম্পদের নতুন এক রেকর্ড।

সূচক অনুযায়ী, মাস্কের একদিনে ৬২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের উল্লম্ফনও নতুন রেকর্ড। প্রথমবারের মতো তিনি বিশ্বের ধনী ৫০০ ব্যক্তির সম্মিলিত সম্পদকে ছাড়িয়ে গেছেন।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এই ৫০০ ব্যক্তির মোট সম্পদের মূল্যমান গত বছরের জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার সম্মিলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সমান। ব্লুমবার্গ বলেছে, চলতি বছরের শুরুর দিকে মাস্কের মোট সম্পদে নতুন করে যোগ হয়েছে প্রায় ২১৮ বিলিয়ন মার্কিন ডলার; যা বিশ্বের শীর্ষ ওই ধনী ব্যক্তিদের যেকোনও সদস্যের চেয়ে বেশি।

মাস্কের সম্পদের সিংহভাগ গড়ে দেওয়া টেসলার শেয়ারের দাম এই বছর ৭১ শতাংশ বেড়েছে। বুধবার মার্কিন শেয়ার বাজারে টেসলার শেয়ারের দাম সর্বকালের সর্বোচ্চ ৪২৪ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে এখনও বিশ্বের শীর্ষ ধনী রয়েছেন ইলন মাস্ক। মার্কিন এই সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, টেসলার প্রধান নির্বাহীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ৪৪৭ বিলিয়ন ডলার। আর তারপরই দ্বিতীয় স্থানে আছেন আরেক মার্কিন ধনকুবের জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২২৪ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর এই সূচকে তৃতীয় স্থানে আছেন।

উল্লেখ্য, গত মাসে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ইলন মাস্কের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সম্পদের আকাশচুম্বী উল্লম্ফনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন ওই মাইলফলকে প্রথম ব্যক্তি হিসেবে পৌঁছে গেলেন তিনি।

মতলব উত্তরে অনলাইন প্রতারক চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে…
  • ১২ জানুয়ারি ২০২৬
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা থাকলেই করুন আবেদন
  • ১২ জানুয়ারি ২০২৬
‘বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে’
  • ১২ জানুয়ারি ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় টেনেটুনে একশ ছাড়ানো পুঁজি রংপুরের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9