আগামী বছরের ডায়েরি ইস্যুতে মাউশির নতুন নির্দেশনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ PM
২০২৬ সালের ডায়েরি তৈরির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন প্রতিটি দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ডায়েরি তৈরির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অঞ্চলের আওতাধীন সকল দপ্তর/সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম, পদবী, কর্মস্থল, মোবাইল নম্বর ও ইমেইল নম্বর সম্বলিত তথ্য নির্ধারিত ছক আকারে SutonnyMJ ফ্রন্টে তৈরি করে আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে Soft copy এবং pdf copy (ইমেইল: ad-admin@dshe.gov.bd এবং WhatsApp নম্বরে ০১৭২৩৭০০৫৪০) প্রেরণ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তি দেখুন এখানে