শিক্ষা ভবন ও মাউশি লোগো © টিডিসি সম্পাদিত
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিসিএস ১৪ ব্যাচের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে চলতি দায়িত্ব দিয়েছিল সরকার। ৮ মাসের মাথায় এসে শিক্ষা ক্যাডারের প্রধান এই পদটিতে পূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়!
আজ সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাগণকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এখন প্রশ্ন উঠেছে মাউশির মহাপরিচালক পদে কী নতুন মুখ আসছে? নাকি অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে পূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে মাউশির পরিচালক পদমার্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে এটা নিয়ে কোনো বার্তা নেই। তবে নতুন কাউকে নিয়োগ দেওয়া কিংবা আগের জনকে রাখা সম্পূর্ণ দায়িত্ব সরকারের। ফলে সরকারই এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ এবং প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকেকে মাউশির ডিজির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুহাম্মদ আজাদ খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) পদে বদলি/পদায়ন করা হলো। মহাপরিচালক পদে যোগদানের আগে তিনি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।