কলেজ বন্ধ ৯ অক্টোবর পর্যন্ত, স্কুলে ছুটি কতদিন?

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করা হয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৭ অক্টোবর পর্যন্তই ছুটি থাকবে। এরপর ৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ৯ অক্টোবর পর্যন্ত যেটি উল্লেখ করা হয়েছে, তা কলেজ পর্যায়ের জন্য প্রযোজ্য।’

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মাধ্যমিকের ছুটি থাকবে। তবে এর আগে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ১৪ দিন স্কুল-কলেজে পাঠ বন্ধ থাকবে।

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে তুলনামূলক কম—মোট ৯ দিন। সাপ্তাহিক ছুটি ধরলে এই সময়সীমা দাঁড়ায় ১১ দিন। মাদরাসাগুলোতে ছুটি নির্ধারণ করা হয়েছে ৬ দিন। তবে সবচেয়ে বেশি ছুটি পাচ্ছে সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলো। সাপ্তাহিক ছুটি মিলিয়ে এগুলোতে পাঠ বন্ধ থাকবে ১৬ দিন।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যালেন্ডার কিছুটা ভিন্ন। কারিগরি স্কুল ও মাদরাসাগুলোতে ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৫ দিন ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি ধরা হলে তা দাঁড়ায় ৭ দিন। এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ১ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ছুটি পাবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে শিক্ষার্থীরা মোট ৬ দিন ছুটি কাটাতে পারবে।

অন্যদিকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা ১, ২, ৪ ও ৬ অক্টোবর ছুটি পাবে। ৩ অক্টোবর শুক্রবার হওয়ায় তাদের জন্য ছুটি কার্যত একদিন বেশি হবে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9