বিল সাবমিট করেনি ১৬২ স্কুল-কলেজ প্রধান, আগস্টের বেতন নিয়ে শঙ্কায় শিক্ষকরা

মাউশি
মাউশি  © ফাইল ছবি

আগস্ট মাসের বেতন-ভাতার বিল সাবমিট করেনি বেসরকারি ১৬২ স্কুল-কলেজের প্রধান। ফলে বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা। 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক প্রতিষ্ঠান এখনও শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন বিল সাবমিট করেননি। আমরা তাদের সাথে যোগাযোগ করে বিল পাঠানোর অনুরোধ করছি।

মাউশি সূত্র জানিয়েছে, এ দপ্তরের অধীন ১৯ হাজার ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। গতকাল শনিবার ২৩ আগস্ট পর্যন্ত ১৯ হাজার ৬৩৮টি প্রতিষ্ঠান আগস্ট মাসের বেতন বিল সাবমিট করেছে। নির্ধারিত সময়সীমা শেষ হলেও দেশের বিভিন্ন জেলার ১৬২টি স্কুল ও কলেজ প্রধান বিল জমা দেননি। ফলে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে আগস্ট মাসের বেতন-ভাতা সময়মতো পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ইএমআইএস সেল জানিয়েছে, আগস্টের বেতন বিল সাবমিট না করা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন তারা। শিগগিরই বিল সাবমিটের প্রতিশ্রুতিও দিচ্ছেন অনেকে। তবে সময়মতো তথ্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কর্মকর্তারা। বিল সাবমিটে বিলম্ব হলে আগস্ট মাসের বেতন পেতে দেরি হবে শিক্ষক-কর্মচারীদের।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২৭ আগস্টের মধ্যে আগস্ট মাসের বেতনের তথ্য মাউশির প্রশাসন শাখায় জমা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে প্রতিষ্ঠান প্রধানদের গাফিলতির কারণে এ সময়ের মধ্যে তথ্য পাঠানো যাবে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিটে দেরি করলে আগস্টের বেতন পেতেও দেরি হবে।’

এদিকে শিক্ষক-কর্মচারীরা বলছেন, নির্ধারিত সময়ে বেতন না পেলে নানান আর্থিক সমস্যায় পড়তে হয় তাদের। বিশেষ করে মাসের শুরুতে ভাড়া, ঋণ পরিশোধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে চরম সংকটে পড়তে হয় তাদের। এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় প্রতি মাসের বেতন পরবর্তী মাসের শুরুর দিকেই দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 


সর্বশেষ সংবাদ