শিক্ষা সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনে কর্মকর্তাদের তালিকা চাইল মাউশি

মাউশি লোগো
মাউশি লোগো  © ফাইল ছবি

শিক্ষা বিষয়ক সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনের জন্য কর্মকর্তাদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১৯ আগস্টের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) মাউশির সহকারী পরিচালক ড. নীহার পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তালিকা পাঠাতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক শিক্ষা বিষয়ক সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এ সেমিনার থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত পরবর্তী শিক্ষার বিভিন্ন নীতি নির্ধারন ও প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে। উক্ত সেমিনারে গবেষণাপত্র উপস্থাপনে আগ্রহী পিএইচ.ডি/এম.ফিল গবেষকগণের তথ্য সংগ্রহরে জন্য একটি গুগলফর্ম প্রস্তুত করা হয়েছে। এমতবস্থায় আপনার দপ্তরের যেসকল গবেষকগণ গবেষণাপত্র উপস্থাপনে আগ্রহী তাদের আগামী ১৯ আগষ্ট ২০২৫ তারিখের মধ্যে নিম্নবর্ণিত গুগল ফর্মটি পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট ( শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কলাকৌশল, কারিকুলাম সংক্রান্ত, শিক্ষা ব্যবস্থাপনা, মূল্যায়ন কলাকৌশল. শ্রেণি ব্যবস্থাপনা, ছাত্র শিক্ষক সম্পর্ক মানোন্নয়ন ইত্যাদি) বিষয়ক গবেষণাপত্র যাদের রয়েছে কেবলমাত্র তারাই এই ফর্মটি পূরণ করবেন।’

গুগল ফর্ম লিংক: https://shorturl.at/wwLAV


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!