মাউশি ভবনে প্রবেশে কড়াকড়ি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০২:৪৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। এখন থেকে মাউশি ও এর অধীন সব প্রকল্প ও উইংয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র দেখিয়ে কার্যালয়ে প্রবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিক নোটিশ এ কথা জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন শাখা, উইং, স্কিম বা প্রকল্পে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্যতামূলকভাবে অফিস পরিচয়পত্রসহ প্রবেশ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়োগ, বদলি, এমপিও, অডিট, চাকারি স্থায়ীকরণ, ঠিকাদারি ও বকেয়াসহ নানাবিধ কাজে প্রতিদিন শত শত শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি মাউশিতে আসেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একাধিক দল ও গ্রুপ নানা অজুহাত এবং দাবিতে বিশৃঙখলা সৃষ্টি করেছে। বহিরাগতরা মিছিল, অনশন, মানববন্ধন ও ভাঙচুর চালিয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে এ নির্দেশনা দেওয়া হয়।