৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের পদসংখ্যা বৃদ্ধির দাবি

০৮ মে ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০২ PM

© ফাইল ফটো

৪৪ তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের পদসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছে চাকরি প্রত্যাশীরা। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) চেয়ারম্যান বরাবর একটি আবেদন পত্র জমা দেন তারা। 

আবেদন পত্রে বলা হয়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি নির্দেশনায় দাপ্তরিক কাজে গতিশীলতা আনায়ন এবং জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়/ বিভাগ ও অধীনস্থ দপ্তরসমূহে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের নিয়োগ কার্যক্রম মার্চ মাসের মধ্যে শুরু করার জন্য অনুরোধ করা হয়েছিল। 

বর্তমানে সরকারি কলেজে তীব্র শিক্ষক সংকট চলমান রয়েছে যা, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাছাড়া গত বছরের ২ ডিসেম্বরে চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার পদ শূন্যের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম জানতে চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

বর্তমানে সরকারি কলেজের শিক্ষক সংকট এসডিজির -৪ লক্ষ্য পূরণ ব্যাহত করছে। কেননা, ব্যানবেইসের তথ্যমতে ২০২৩ সালে সরকারি কলেজে শিক্ষক-ছাত্র অনুপাত ১:৯৭ অথচ ৪৩ তম বিসিএস পরবর্তী শিক্ষা ক্যাডারের পদ সংখ্যা অর্ধেক কমে গিয়েছে। যেমন, ৪৪ তম বিসিএসের আগে গড়ে রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইসলামিক স্টাডিজ, গণিত, ইতিহাস, ব্যবস্থাপনা (মার্কেটিং), সমাজকল্যাণ, প্রাণিবিদ্যা, ইসলামি সংস্কৃতি ও ইতিহাস এবং পদার্থবিদ্যাসহ অন্যান্য বিষয়ে ৬০-৭০টি পদ ছিল কিন্তু ৪৪ তম বিসিএস এর পদসংখ্যা গড়ে ২৫-৩০ টি হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ ৪০, ৪১ ও ৪৩ তম বিসিএসে রাষ্ট্রবিজ্ঞানে যথাক্রমে ৬০, ৬২ ও ৫৪ টি পদ ছিল কিন্তু ৪৪ তম বিসিএসে ৩৩ টি পদে নেমে এসেছে। 

একইভাবে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যায়,ইসলামি শিক্ষায় ৪৩ তম বিসিএসে যথাক্রমে ৫৪, ৬৪, ৫৪, ৪৪, ৬১, ৪৫,১৭টি পদ ছিল কিন্তু ৪৪তম বিসিএসে তা হ্রাস পেয়ে ২৯, ২৮, ১৮, ২৮, ২৮, ১৬,০৩ সংখ্যক পদে নেমে এসেছে। যা শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে ও একইসাথে বর্তমান প্রশাসনের বিশেষ নির্দেশনা সরকারি চাকরিতে দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ পূরণ বাস্তবায়ন হচ্ছে না, ফলে বেকার সমস্যা প্রবল হচ্ছে এবং দরিদ্রতাও দূর হচ্ছে না। ইতোমধ্যে ৪৪তম বিসিএস সার্কুলারের ৪ বছর অতিবাহিত হচ্ছে। এক বছরের মধ্যে ৪৪ তম বিসিএসের নিয়োগ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হলেও তা দেশের সার্বিক পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। ফলে দীর্ঘ সময় যাবৎ আমাদের বেকারত্বের ভার বহন করতে হচ্ছে।

চলমান ৪৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের পদ সংখ্যা বৃদ্ধি করে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সুপারিশপত্র প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।

গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9