আর্ট শিখতে পারেন রাজধানীর ১২ স্কুল-একাডেমিতে

আর্ট করছে শিশু
আর্ট করছে শিশু  © সংগৃহীত

রাজধানীতে শিশু ও তরুণদের মাঝে বেড়েছে চিত্রশিল্পের আগ্রহ, গড়ে উঠছে একের পর এক আর্ট স্কুল। ঢাকায় সম্প্রতি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে চিত্রশিল্প ও সৃজনশীল চর্চার আগ্রহ বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে। এই চাহিদাকে কেন্দ্র করে রাজধানীতে গড়ে উঠছে একের পর এক আর্ট স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র। ছুটির দিনে কিংবা স্কুলের পর অভিভাবকেরা সন্তানদের নিয়ে ছুটছেন এসব প্রতিষ্ঠানে, যেখানে শেখানো হচ্ছে ড্রয়িং, পেইন্টিং, স্কেচিংসহ নানা ধরনের ভিজ্যুয়াল আর্ট।

শিল্পী হাশেম খান বলেন, ‘শিশুরা যে বিষয়েই ছবি আঁকে, আঁকার মধ্য দিয়ে অবচেতনে অনেক গুণ প্রস্ফুটিত হয়।’ পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু বলেন, ‘ছবি আঁকার কাজটা খুবই সৃজনশীল। এর জন্য পরিবারের উৎসাহ দরকার।'

আর্ট শিখতে পারবেন যেসব স্কুলে
 
শিল্পকলা একাডেমি
সেগুনবাগিচা, রমনা, ঢাকা। ফোন : ৯৫৬২৮০১-৪

বাংলাদেশ শিশু একাডেমি
বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৫০৩১৭

শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুল
বাসা ২৫/৪সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ৯৮০২০৬৩

চারুকলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল
শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। ফোন : ০১৯১৩৩২৭০২৭।

বুলবুল ললিতকলা একাডেমি
ধানমণ্ডি-১৫, সাতমসজিদ রোড, ঢাকা ও ৭ ওয়াইজঘাট, ঢাকা-১১০০।

ঝাঁপি
বাড়ি-২৮, রোড-৬, ধানমণ্ডি, ঢাকা।

কচিকাঁচার মেলা
৩৭/এ, সেগুনবাগিচা, ঢাকা।

শিল্পকলা আর্ট স্কুল
২৩৮ পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

রাশিয়ান কালচারাল সেন্টার
বাসা-৫১০, রোড-৭, ধানমণ্ডি, ঢাকা। ফোন : ৯১১৮৫৩১

রঙের ইশকুল
লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, ১৮/১ উত্তর ধানমণ্ডি, ঢাকা।

বনফুল স্কুল
মিরপুর ১৩, ঢাকা


সর্বশেষ সংবাদ