‘আজ ক্যাম্পাসে তাজুল ভাইয়ের রক্ত, কালকে কি আমার পালা?’

২৮ মার্চ ২০১৯, ১১:২০ AM
বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন। সামনে বসে তাজুল ইসলাম

বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন। সামনে বসে তাজুল ইসলাম © টিডিসি ফটো

বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে পলাশী এলাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে বহিরাগত এক যুবকের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজুল ইসলামের ধাক্কা লাগে। এ নিয়ে প্রথমে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও পরে ওই যুবকসহ তার সতীর্থরা তাজুলকে বেধড়ক মারধর করে।

এর প্রেক্ষিতে নিরাপদ ও বহিরাগতমুক্ত ক্যাম্পাস দাবিতে বিক্ষোভের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাজুলের ওপর হামলার প্রতিবাদে ফেসবুকে ইভেন্ট খুলে এ ঘোষণা দেওয়া হয়। আজ মানববন্ধনের সময় তাজুলও ব্যানারের সামনে বসে ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীদের বহন করা ব্যানার ও পোস্টারে লেখা ছিলো, ‘ঢাবির ক্যাম্পাস বহিরাগতদের থেকে মুক্ত চাই’, ‘ঢাবি প্রশাসনের জবাবদিহিতা চাই’, ‘ক্যাম্পাস আমাদের দখলদারিত্ব, অন্যদের মানি না মানব না’, ‘বহিরাগতমুক্ত ঢাবি, আমাদের দাবি’, ‘একটা একটা বহিরাগত ধরো, ধইরা ধইরা ক্যাম্পাস মুক্ত কর’, ‘আজ ক্যাম্পাসে তাজুল ভাইয়ের রক্ত, কালকে কি আমার পালা’, ‘জবাব চাই, দিতে হবে’ ইত্যাদি।

হামলার ঘটনায় তাজুলের হাত ভেঙে যায়। শরীরের অন্যান্য স্থানেও গুরুতর আঘাত পান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে এসে মানববন্ধনে অংশ নেন তিনি। তাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্য়য়নরত এবং কবি জসীমউদ্দীন হলের আবাসিক ছাত্র।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬