ডাকসু চিফ রিটার্নিং কর্মকর্তাকে লাঞ্ছিত

১১ মার্চ ২০১৯, ০২:২২ PM

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ব্রিফিং শেষে রোকেয়া হল থেকে বের হওয়ার পথে লাঞ্ছিত হয়েছেন শিক্ষার্থীদের কাছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রোকেয়া হলের একটি কক্ষ থেকে ব্যালট বাক্স উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে চিফ রিটার্নিং কর্মকর্তা ব্রিফ শেষ করে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা যায়, চিফ রিটার্নিং কর্মকর্তা ব্রিফিং শেষ করে বের হওয়ার পথে হলের ছাত্রীরা চিৎকার করে মাহফুজুর রহমানকে উদ্দেশ্য করে বলতে থাকে- ভোট চোর, ভুয়া ভুয়া, যোচ্চোর ও দালাল। চিফ রিটার্নিং কর্মকর্তা হলের বাইরে বের হওয়ার পরও সাধারণ শিক্ষার্থীরা তার পিছু হাঁটতে হাঁটতে ওই স্লোগান দেন। আর এ স্লোগান রোকেয়া হল থেকে শুরু করে কলা ভবন পর্যন্ত চলতে থাকে। পথিমধ্যে কয়েকজন ছাত্র মাহফুজুর রহমানের গায়ের ওপরও এসে পড়ে। পরে সেখান থেকে মাহফুজুর কলাভবনে এসে একটি কক্ষে আশ্রয় নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ‘ঘৃণা’ জানিয়ে ছাত্রলীগ ছাড়া অন্য সকল ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করেছে। দুপুরের দিকে মধুর ক্যান্টিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেয়া হয়। এদিকে দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান, জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকসহ প্রমুখ।

হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ইট দিয়ে দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত ন…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬