ডাকসু: কুয়েত-মৈত্রী হল থেকে সীল মারা ব্যালট পেপার উদ্ধার

১১ মার্চ ২০১৯, ০৯:১১ AM
হলের সামনে বিক্ষোভ

হলের সামনে বিক্ষোভ © টিডিসি ফটো

আজ সোমবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৮টি হলে একযোগে চলা এ ভোট শেষ হবে বেলা ২টায়। ভোটগ্রহণের শুরুতেই অনিয়ম পাওয়া গেছে।

সকাল ৯টার দিকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে সীল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। সাধারণ ছাত্রীদের সহায়তায় প্রশাসন এটা উদ্ধার করে বলে জানা যায়।

সীল মারা ব্যালট পেপার

এদিকে, হলের সামনে এ নিয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্রীরা। কয়েকজন জানান, এসব সীল মারা ব্যালট পেপার ছাত্রলীগ সমর্থিত প্যানেলের। ব্যালট উদ্ধার করার একটি ভিডিও ফেসবুকে এসেছে। সেখানে দেখা যায়, ওই হলের কিছু ছাত্রী একটি বস্তা থেকে কয়েকশ ব্যালট পেপার উদ্ধার করে। এসময় তারা এসব ব্যালট পেপার হলের বাথরুম থেকে উদ্ধার করেছে বলে জানায়। এসব রাতেই মেরে রাখা হয়েছে বলে তারা জানায়।

এ ঘটনার পর পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। পরে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচনের চিফ রিটানিং অফিসার অধ্যাপক মাহফুজুর রহমান।

নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনএসইউ-রেজিনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৯ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬