৬ ঘন্টা না যেতেই উধাও কোটা আন্দোলনকারীদের ব্যানার!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১১:১৭ AM , আপডেট: ০৯ মার্চ ২০১৯, ১২:১৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে লাগানো কোটা আন্দোলনকারীদের প্যানেলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব ব্যানার লাগানোর ছয় ঘন্টার মধ্যেই নামিয়ে ফেলেন অজ্ঞাত ব্যক্তিরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও প্রতিকার পাননি বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা।
ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ থেকে আলাদা প্যানেল দিয়ে নির্বাচন করছেন তারা। এভাবে ব্যানার ছিঁড়ে ফেলার জবাব ১১ মার্চ ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা।
প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী (জিএস) মুহাম্মদ রাশেদ খাঁন ফেসবুকে লাইভে এসে বলেছেন, ‘ভোটে আমরা সবার কাছে যাওয়া চেষ্টা করছি। কিন্তু যেসব ব্যানার লাগানো হয়েছে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি আমাদের ব্যানারের উপর তাদের ব্যানার লাগানো হয়েছে।’
তিনি বলেন, ‘২৮ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু ক্যাম্পাসে যে অগণতান্ত্রিক ব্যবস্থা বিরাজ করছে- এতদিন পরিস্থিতি কিছুটা ভালো ছিলো। কিন্তু এখন আমাদের জনপ্রিয়তায় তারা ক্ষুব্ধ। বিভিন্ন স্থানে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে।’ এসময় তিনি ব্যানার ছেড়ার জবাব ব্যালটের মাধ্যমে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় ব্যানার লাগানো আতাউর রহমান বলেন, ‘আমি রাতে নিজ হাতে ব্যানার লাগিয়েছি। কিন্তু তা ছিঁড়ে ফেলায় আবাসিক শিক্ষককে জানানোর পরও তিনি কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেননি।’
আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং প্রত্যেক হল সংসদে ১৩টি পদের বিপরীতে শিক্ষার্থীরা ভোট দেবেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ২২৯ জন প্রার্থী রয়েছেন। আর হল সংসদে ২৩৪ পদের বিপরীতে ৫০৯ জন প্রার্থী হয়েছেন। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।