ডাকসু প্রার্থী চিবল সাংমা
‘ঢাবির কোন প্রতিবন্ধী যেন আমার মত চ্যালেঞ্জে না পড়ে’
- মোতাহের হোসেন, ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৩ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৩ AM
সীমাহীন ইচ্ছা আর আত্মপ্রত্যয়ই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। এ ক্ষেত্রে শারীরিক অক্ষমতা কোনো প্রতিবন্ধকতা নয়। চিবল সাংমাও এটি বুঝে গেছে। তাই তো শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মনের দিক থেকে তিনি অদম্য এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্সের শিক্ষার্থী চিবল। আসন্ন ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন তিনি।
মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন ডাকসু নির্বাচন নিয়ে। চিবল সাংমা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এ পর্যন্ত এসেছি। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণ করতে পারি না। কেননা হুইল চেয়ারে করে আমাকে নিয়ে যাওয়ার জন্য আরও একজন লোক প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের হল কিংবা একাডেমিক ভবনগুলো এমনভাবে তৈরি করা; যাতে আমাদের মত প্রতিবন্ধীদের জন্য কোন ব্যবস্থা রাখা হয়নি। আমি চাই ঢাবির কোন প্রতিবন্ধী যেন আমার মত চ্যালেঞ্জে না পড়ে। তাই আমি ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ছাত্র প্রতিনিধি হতে।’
গানেও দলেও থাকেন চিবল; ক্ষ্যাপা নামে একটি ব্যান্ডদল আছে তাদের
তিনি জানান, ‘ডাকসু নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আদিবাসী ও প্রতিবন্ধীদের নিয়েও কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে একটি প্রতিবন্ধী অনুকূল ক্যাম্পাস হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন এবং স্থাপনায় সব শিক্ষার্থী যাতে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে; সে জন্য যা করা দরকার তা করার চেষ্টা থাকবে। আমার চাওয়া, সকল প্রতিবন্ধী শিক্ষার্থী যেন সহজে সব কাজ করতে পারে। তাছাড়া টিএসসিতে আদিবাসীদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র করব; যাতে তাদের সংস্কৃতি সবাই ধারণ করতে পারে।’
তিন জন চোখেই দেখেন না, একজনের সঙ্গী হুইলচেয়ার
জানা যায়, চিবল সাংমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার ধাইরপাড়া গ্রামের ফণীন্দ্র সাংমার সন্তান। তিনি ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) নামের একটি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি। এছাড়া তিনি টিএসসিভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।