ডাকসু নির্বাচন

হলে নয়, অনুষদে ভোট কেন্দ্র চাই

০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৩ PM
চলছে গণস্বাক্ষর কর্মসূচি

চলছে গণস্বাক্ষর কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ছাত্র ফেডারেশন। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সোমবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে সপ্তাহব্যাপী।

ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইমরান হোসেন বলেন, ‘আমরা দশ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছি। বিকেল পর্যন্ত প্রায় দুই হাজার সাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছি।’

স্বাক্ষর গ্রহণ ছাড়াও প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের বৈধ সিট, গেস্টরুম ও গণরুম নিপীড়ন বন্ধ ও গবেষণা খাতে বরাদ্দসহ নানা ধরনের দাবি সংবলিত প্রচারপত্রও বিলি করতে দেখা গেছে তাদের। স্বাক্ষর করতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘দাবিটি যৌক্তিক। তাই এর পক্ষে স্বাক্ষর করেছি।’

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেটের সভায় গঠনতন্ত্রের প্রচলিত নিয়মানুসারে হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া অধিকাংশ ক্রিয়াশীল ছাত্র সংগঠন সিন্ডিকেটের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অনুষদে ভোট কেন্দ্র স্থাপনের দাবি জানায়।

আইসিসির ফোনে সাড়া দিচ্ছে না পাকিস্তান, শেষ মুহূর্তের নাটক চ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬