চবির ‘হাউজ অব পলিটিকাল সায়েন্সে’র বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী টিম ট্রিনারি

  © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘টিম ট্রিনারি’। আজ সোমবার (১৯ জুন) বিকেলে ‘হাউজ অব পলিটিকাল সায়েন্স’ আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় রাজনীতি বিজ্ঞান বিভাগে।

এতে বিচারক হিসেবে ছিলেন সিইউডিএসের তিনজন বিতার্কিক। এতে রানারআপ হয়েছে টিম ‘দ্য ওয়েলি কলেজিয়ান’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, ড. মো.আলম চৌধুরী, সহকারী অধ্যাপক উম্মে হাবিবা এবং প্রভাষক তমা রাণী মিস্ত্রি। 

বিভাগের সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, ডিবেট হচ্ছে বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চার সুস্থ ধারাবাহিক মাধ্যম যা উন্নত দেশ ও জাতি গঠনে সুবিরাট ভূমিকা রাখে। পরবর্তী এরকম সহশিক্ষা কার্যক্রমগুলোর জন্য সাধুবাদ থাকবে।

এই প্রতিযোগিতায় সহযোগী হিসেবে ছিলেন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) প্রশিক্ষক ও বিতার্কিকরা। 

উল্লেখ্য, শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞানচর্চা, নেতৃত্ব গুণে বিকশিত হওয়ার অভিপ্রায়ে ২০২২ সালে সৃষ্টি হয় ‘হাউস অফ পলিটিকাল সায়েন্স (হোপস)’।


সর্বশেষ সংবাদ