শেকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

২৮ অক্টোবর ২০২২, ০৮:৩৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
শেকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

শেকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল © টিডিসি ফটো

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর মুখ্য সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় শেকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান। আগামীকাল শনিবার (২৯ অক্টোবর) থেকে দুই দিনব্যাপী চলবে এ বিতর্ক প্রতিযোগিতা। এ আয়োজনের শিরোনাম রাখা হয়েছে “মুক্তচিন্তা প্রস্ফুটিত থাকুক মুক্তির কথামালায়”।

আয়োজকরা বলেন, সারা বাংলাদেশে ৪৯টি বিতর্ক দলের বিপরীতে ৩২টি দলকে বেছে নিয়ে আগামীকাল (২৯ অক্টোবর) অনলাইনে প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। এ পর্বে ১৯২ জন বিতার্কিককে নিয়ে মোট ৬৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ পর্ব শেষে সর্বোচ্চ গড় নাম্বারের ভিত্তিতে শীর্ষ ৮টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

তারা বলেন, তবে পরবর্তী এ আয়োজনগুলো বিতার্কিকদের সরাসরি অংশগ্রহণে ৫ নভেম্বর ২টি অধিবেশনে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ম অধিবেশনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শেকৃবির কৃষি অনুষদে। আর ২য় অধিবেশনে ফাইনাল প্রতিযোগিতা এবং ‘কৃষিতে নারীর ভূমিকা ও লিঙ্গবৈষম্য’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজকরা আরও জানিয়েছেন, এ আয়োজনে সর্বমোট ৬০ জন বিচারক অনলাইনে এবং সরাসরি যুক্ত থাকবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১২ হাজার টাকা ও রানার্সআপ দল ৯ হাজার টাকা এবং বিভিন্ন পর্বে সেরা বিতার্কিক ও সেরা বিচারককে পুরস্কৃত করা হবে।

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬