বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অনশনে চাচি

চাচি
চাচি   © সংগৃহীত

লালমনিরহাটে ভাতিজার বাড়িতে বিয়ের দাবিতে চাচি অনশন শুরু করেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনার তৈরি হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার সকাল থেকে হাতীবান্ধায় উপজেলার সারডুবী গ্রামের জাকিরুল ইসলামের বাড়িতে ওই নারী অনশন করছেন। জাকিরুল ইসলাম সারডুবী গ্রামের জব্বার হোসেনের ছেলে। এলাকায় রঙের কাজ করেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ‘তিন সন্তানের জনক জাকিরুল চার বছর ধরে নিজের চাচির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে গত ১১ আগস্ট চাচা তার স্ত্রীকে তালাক দেন। বিচ্ছেদের ১২ দিন পর চাচি বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অনশন শুরু করেন। এ ঘটনায় ভাতিজা জাকিরুল ইসলাম পালিয়েছেন।’

এ ব্যাপারে ওই নাড়ি জানান, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে জাকিরুল বাড়িতে ও বাহিরে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে। বিয়ের কথা বলে মঙ্গলবার আমাকে বাড়িতে আসতে বলায় আমি এখানে আসি। এখন আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না।’

ওই নারীর বাবা জানান, ‘আমার মেয়ের ওপরে সবকিছু। মেয়ে জানিয়েছে ওই ছেলে কোরআন নিয়ে শপথ করেছে তাকে বিয়ে করবে।’

আরও পড়ুন : ‘শিক্ষাব্যবস্থা এগিয়ে যাওয়ায় চা শ্রমিকরা অধিকার আদায়ে গর্জে উঠেছে’

এ ব্যাপারে অভিযুক্ত জাকিরুল ইসলামকে মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল জানান, ‘বিষয়টি ইউপি সদস্য সাবলুর মাধ্যমে জেনেছি। এ নিয়ে গ্রামে কয়েকবার সালিশ বৈঠক হয়েছে।’

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, ‘এ বিষয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’


সর্বশেষ সংবাদ