দুই ভাই-বোনের পর চলে গেল সাথীও

১৯ আগস্ট ২০২২, ০৮:১৮ AM
দুই ভাই-বোনের পর মারা যাওয়া সাথী আক্তার

দুই ভাই-বোনের পর মারা যাওয়া সাথী আক্তার © সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ফ্রিজের বাসি বিরিয়ানি খেয়ে দুই ভাই-বোনের পর বড় বোনও মারা গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাথী আক্তার (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে সৌরভ (৬) ও খাদিজা (৫) নামে অপর দুই ভাই–বোন মারা যায়।

তিনজন উপজেলার মুলাই ব্যাপারিকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান। গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশীর বাসার ফ্রিজে রাখা বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী রওশন আরা বেগমের ফ্রিজের বাসি বিরিয়ানি খায় তিন ভাই–বোন ও তাঁদের মা আইরিছ বেগম। এরপর তাদের পেটে ব্যথা ও বমি হতে থাকে। অসুস্থতা বাড়তে থাকায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সৌরভ, খাদিজা ও সাথী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাদের মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থেকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার রাত ২টার দিকে খাদিজা ও সৌরভ মারা যায়। আর বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাথী আক্তারের মৃত্যু হয়।

আরো পড়ুন: শিক্ষক দম্পতি হত্যা: ‘বিষ মেশানো খাবার’ দেয়া হয়েছিল দাবি পরিবারের

তিনজনের ফুফা বাদশা মাদবর বলেন, ওদের বাবা শওকত দেওয়ান ভ্যান চালিয়ে সংসার চালান। এমন মৃত্যু মানতে পারছি না। কী হলো বুঝতে পারছি না। দুই শিশুর মৃত্যুতে ওদের বাবা-মা শোকে পাগলপ্রায়। এর মধ্য আবার বড় মেয়ের মৃত্যুর খবর পেলো।

বিলাশপুর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে কিছুটা রহস্য দেখা দিয়েছে। ওদের লাশের ময়নাতদন্ত করার উদ্যোগ নিয়েছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, তিনজনের পরিবার কোনো অভিযোগ করতে চায়নি। তবে ঘটনাটি এড়িয়ে যাওয়ার মতো নয়। এ জন্য ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬
রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬