রাজধানীর মেসে মেসে তল্লাশি চালাবে পুলিশ

২০ জুন ২০২২, ১০:০০ AM
মেস

মেস © সংগৃহীত

পদ্মা সেতুর উদ্বোধন এবং আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষ্যে নাশকতা রোধ পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও মেসে তল্লাশি চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ২৫ জুন পর্যন্ত এ অভিযান চলবে।

রবিবার (১৯ জুন) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অনেক ভিআইপি, ভিভিআইপি যোগ দেবেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে নাশকতার ঘটনা না ঘটে, সে কারণে সর্তক অবস্থায় থাকাতে হবে। ঢাকার প্রতিটি আবাসিক হোটেল ও মেসগুলোতে সাঁড়াশি অভিযান চালানো হবে। পাশাপাশি টহল ও চেকপোস্ট জোরদার এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায়ও আনা হবে। অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশকে (ডিবি) কাজ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে, সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বপালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

থানায় আসা বেশির ভাগ অভিযোগ সাইবার অপরাধকেন্দ্রিক। তাই ডিএমপির অপরাধ সভায় সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এছাড়া মোটরসাইকেল চুরি প্রতিরোধেও কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ডিএমপির আটটি অপরাধ বিভাগ ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে ডিএমপি সদর দপ্তর থেকে ডিএমপির প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপকমিশনারদের চিঠি দেওয়া হয়।

আরও পড়ুন: বন্যায় আটকা পড়া ঢাবির সেই ২১ শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরলেন

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় পদ্মার দুই পারে পুলিশ, র‍্যাব, এপিবিএন, পুলিশের স্পেশাল শাখার (এসবি) পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে।

গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বৈশাখাী ভাতা নিয়ে যে সুপারিশ করতে যাচ্ছে পে-কমিশন
  • ১৯ জানুয়ারি ২০২৬
সব ওয়াজ মাহফিল স্থগিত আমির হামজার
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন, সুষ্ঠু হতেই হবে’
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9