এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১২ ঘণ্টা টানা অনশন করার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় মাতুব্বররা ওই ছেলের সঙ্গে অনশন করা নারীর বিয়ের আয়োজন করেন।
সত্যতা নিশ্চিত করে জগন্নাথদী গ্রামের বাসিন্দা ও রূপপাত উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কাইয়ূম মোল্লা প্রথম আলোকে বলেন, ওই নারী সকাল থেকেই বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করছিলেন। কথা বলে জানতে পারেন, তাঁর সঙ্গে ছেলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। ওই নারী এ-সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র তাঁদের দেখান। স্থানীয় মাতুব্বররা বসে সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যায় মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে। রাতেই তাঁদের বিয়ে সম্পন্ন হবে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, এমন কোনো খবর এখনো তাঁরা জানতে পারেননি। তবে খোঁজখবর নেবেন বলে জানান তিনি।