ফের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে নিউমার্কেট এলাকায়

সকাল সাড়ে ১০টার পর নিউমার্কেট এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়েছে
সকাল সাড়ে ১০টার পর নিউমার্কেট এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়েছে  © টিডিসি ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় আজ মঙ্গলবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এরপরই সকাল ১০টা ৪০মিনিটের দিকে পুনরায় ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয়।

এর আগে সকাল থেকে নিউমার্কেট এলাকায় দুই দিকে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। রাতে দুই পক্ষের সংঘর্ষের জেরে পুরো এলাকার থমথমে অবস্থা বিরাজ করছিল। খোলেনি নিউ মার্কেটের কোনো দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরে সংঘর্ষ শুরু  হলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি।

সোমবার (১৮ এপ্রিল রাতে) রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। শিক্ষার্থীরা বলছেন, কথাকাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত। তবে ব্যবসায়ীদের দাবি, একটি দোকানে কয়েকজন খেয়ে বিল না দেওয়ায় সংঘর্ষ শুরু হয়।

আরো পড়ুন: নিউমার্কেট এলাকায় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

কয়েকজন শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

অপরদিকে ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।

গুলিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।


সর্বশেষ সংবাদ