ধানমন্ডি লেকে ছুরিকাঘাতে ২ ছাত্র আহত

ধানমন্ডি লেক
ধানমন্ডি লেক  © ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডি লেকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (১৭ ফেব্রুয়ারি)  রাত ১০টার দিকে ধানমন্ডি-৩২ এর লেক পারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- আরিফ হাওলাদার জিসান (১৮) ও রাহিন ইসলাম (১৬)। জিসান শেখ ফজিলাতুন্নেছা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আর রাহিন ধানমন্ডি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

 আহতদের বন্ধু মো. রায়হান জানান, রাতে তারা ধানমন্ডি লেকে আড্ডা দিচ্ছিলেন। এসময় ১০ থেকে ১৫ জন যুবক এসে তাদের পকেট হাতাতে থাকেন এবং বলেন তোদের মোবাইল দিয়ে দে। এসময় জিসান বাধা দিলে তার পিঠে ছুরিকাঘাত করা হয়। এসময় রাহিন এগিয়ে আসলে তার বুকে ছুরিকাঘাত করা হয়। পরে তারা চিৎকার করলে ছিনতাইকারীরা তাদের ফোন নিয়ে পালিয়ে যান।

জানতে চাইলে ধানমন্ডি থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম জানান, রাতে ধানমন্ডি লেকে দুইজনকে ছুরিকাঘাত করা হয়েছে৷ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বলছেন ছিনতাইকারীরা তাদের ফোন নিয়ে গেছে। তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। আহতরা এখন আশঙ্কামুক্ত।


সর্বশেষ সংবাদ