সংঘবদ্ধ ধর্ষণ করে টিএসসিতে ফেলে যাওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত আটক

ঢাবির টিএসসি এলাকা
ঢাবির টিএসসি এলাকা  © ফাইল ছবি

রাজধানীর লালবাগ থেকে তরুণীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করার তথ্যটি ভুয়া

তিনি বলেন, ভোরে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করা হয়েছে। এ বিষয়ে বৃগস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে বের হয়ে পড়তে যাওয়ার সময় প্রতিবেশী শুভ, শাকিল ও আলামিন নামে তিন জন তাকে তুলে নিয়ে যায়। আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে টিএসসির রাজু ভার্স্কযের সামনে ফেলে রেখে যায় তারা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!