বাসে ঘুমন্ত দুই কিশোরীকে যৌন হয়রানি, সুপারভাইজার আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত ছবি

ঢাকা থেকে ফরিদপুরগামী একটি পরিবহনে দুই কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ওই বাসের সুপারভাইজার মো. রুবেলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২২ জানুয়ারি) রাত ১টার দিকে শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল জলি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে গত শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি বাস ৩৭ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়না দেয়। ওই বাসে ফরিদপুরের সদরপুর উপজেলার একটি মহল্লার বাসিন্দা মা এবং তার ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী মেয়ে ছিল। মেয়ে দুটি পাশাপাশি দুই সিটে বসেছিল আর তাদের মা বসেছিলেন পাশের অন্য আসনে।

আরও পড়ুন: সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম

ভুক্তভোগী দুই কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, বাসটি মানিকগঞ্জে আসার পর দীর্ঘ সময় জ্যামে আটকে প্রায় দুই ঘণ্টা দাঁড়িয়ে ছিল। এ সময় রাত হয়ে যাওয়ায় বাসের অনেকেই তখন ঘুমিয়ে পড়েছিলেন। এই সুযোগে বাসের সুপারভাইজার ওই দুই কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে তারা জেগে উঠলে সম্মানের ভয়ে কিছুই বলতে পারেননি।

রাত সোয়া ১টার দিকে বাসটি ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে পৌঁছালে ওই মোড়ে কর্তব্যরত কোতয়ালী থানার পুলিশদের কাছে ঘটনাটি খুলে বলে দুই কিশোরী। পরে পুলিশ ওই বাসের সুপারভাইজার মো. রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: ১১৪ আসনের বিপরীতে মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বাসের ব্যবস্থাপক অরুণ সাহা জানান, সুপারভাইজারের চলন্ত বাসে যৌন হয়রানি করার এ ঘটনাটি মালিক পক্ষ গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতিমধ্যে সুপারভাইজার রুবেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ওসি মো. আবদুল জলিল বলেন, একটি পরিবহনের সুপারভাইজার রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই দুই কিশোরীর পরিবার আজ সোমবার পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা করেনি।


সর্বশেষ সংবাদ